আমাদের কথা খুঁজে নিন

   

একজন ইলিয়াস আলী এবং বাকি ষোল সতের কোটি মানুষ

শিক্ষানবিশ বলছি একজন রাজনৈতিক নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন আর তার জন্য বাংলা কোটি কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে । হরতাল প্রতিটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার কিন্তু এর একটা যৌক্তিক কারনতো থাকতে হবে ! একজন ইলিয়াস আলীই নয় আরও অনেক পেশার মানুষ গুম হচ্ছে বা অতীতে হয়েছে । কিন্তু তার মানে এই নয় সারা বাংলার মানুষদের জিম্মি করা হবে । তাহলে কি একজন ইলিয়াস আলী ষোল সতের কোটি মানুষের চেয়েও মুল্যবান ? তারা যে হরতাল পালন করতে যাচ্ছে তাতে কি নিশ্চিত যে ইলিয়াস আলী ফিরে আসবে ? বা তাদের কথা সরকার মেনে নেবে ? প্রথম দুদিন হরতাল বেশ ভাল লাগছে। তাদের একটা প্রতিবাদ সরকারকে তারা জানালো ।

সরকারও তার সব বাহিনীকে নির্দেশ দিয়েছে যেভাবেই হোক ইলিয়াস আলীকে উদ্ধার করার জন্য । আচ্ছা ,যদি এরুপ হয় যে ইলিয়াস আলীকে আর পাওয়া গেল না বা গুম হয়েই রইল আরও কযেকমাস বা বছর , তাহলে কি ঐ সময়ও হরতাল থাকবে ? হরতাল দিন দেশের উন্নয়নের বিরোধী কোন কাজ সরকার করলে বা দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রমুলক কাজে লিপ্ত হলে । শুধু নিজ দলের ব্যক্তিদের বাঁচানোর জন্য নয় । আমি প্রধান দুই দলের রাজনৈতিক ব্যক্তিদেরই এই আবেদন জানাচ্ছি । রাজনীতি করুন সাধারণ মানুষদের কথা মাথায় রেখে ।

হরতালের পর আবার হরতাল আর ভাল লাগে না । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.