শিক্ষানবিশ বলছি একজন রাজনৈতিক নেতা ইলিয়াস আলী গুম হয়েছেন আর তার জন্য বাংলা কোটি কোটি মানুষকে জিম্মি করা হচ্ছে । হরতাল প্রতিটি রাজনৈতিক দলের গণতান্ত্রিক অধিকার কিন্তু এর একটা যৌক্তিক কারনতো থাকতে হবে !
একজন ইলিয়াস আলীই নয় আরও অনেক পেশার মানুষ গুম হচ্ছে বা অতীতে হয়েছে । কিন্তু তার মানে এই নয় সারা বাংলার মানুষদের জিম্মি করা হবে ।
তাহলে কি একজন ইলিয়াস আলী ষোল সতের কোটি মানুষের চেয়েও মুল্যবান ?
তারা যে হরতাল পালন করতে যাচ্ছে তাতে কি নিশ্চিত যে ইলিয়াস আলী ফিরে আসবে ? বা তাদের কথা সরকার মেনে নেবে ?
প্রথম দুদিন হরতাল বেশ ভাল লাগছে। তাদের একটা প্রতিবাদ সরকারকে তারা জানালো ।
সরকারও তার সব বাহিনীকে নির্দেশ দিয়েছে যেভাবেই হোক ইলিয়াস আলীকে উদ্ধার করার জন্য ।
আচ্ছা ,যদি এরুপ হয় যে ইলিয়াস আলীকে আর পাওয়া গেল না বা গুম হয়েই রইল আরও কযেকমাস বা বছর , তাহলে কি ঐ সময়ও হরতাল থাকবে ?
হরতাল দিন দেশের উন্নয়নের বিরোধী কোন কাজ সরকার করলে বা দেশের বিরুদ্ধে কোন ষড়যন্ত্রমুলক কাজে লিপ্ত হলে ।
শুধু নিজ দলের ব্যক্তিদের বাঁচানোর জন্য নয় । আমি প্রধান দুই দলের রাজনৈতিক ব্যক্তিদেরই এই আবেদন জানাচ্ছি । রাজনীতি করুন সাধারণ মানুষদের কথা মাথায় রেখে ।
হরতালের পর আবার হরতাল আর ভাল লাগে না । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।