এই যে দাবানল, এই যে খরাপোড়া অগ্নিদহন এই যে কালরাত্রি, এই যে ঝড়োহাওয়া,এই যে গুমগুম বজ্রপাত ঘুমকাড়ানিয়া দিবস-রজনী, আতংকের স্নায়ুচাপ কে যেন খুব পরিকল্পিত এঁটে দিয়েছে নিষেধের ছিপি কোথাও পরিচ্ছন্ন হাওয়া নেই ,হাওয়ার ফিসফাস নেই দুরহ বসবাস মানবিক শিরদাঁড়া নুয়ে আছে বেঁকে যাওয়া ধনুকের মতো আমার বদ্বীপ যেন কুঁকড়ে-যাওয়া জরায়ু-শিশু গুমরে-ওঠা ক্রন্দনরহিত গুম, খুন আর রক্তে রঞ্জিত চল্লিশ বছর বুঝি বৃথা যায়? বৃথা যায় গনতন্ত্র, আমাদের সমূহ অর্জন? তবে কি গুন্টার গ্রাসের মতো আমাদেরও কথা বলার এখনই সময়?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।