সুনীলদা, তোমার ওই শঙ্খনদী আমায় দেবে? বিনিময়ে তোমায় নাহয় আমি আমার মেঘবতী আকাশ দিয়ে দেবো। তুমি আকাশকে বলেকয়ে মেঘের দিব্যি দিয়ে পাহাড়টাও নিজের করে নিও! জানোই তো, মেঘ আর পাহাড়ের কেমন যেন গোলাপি বন্ধুতা.. ভালোবাসাও হতে পারে! আচ্ছা সুনীলদা, ভালোবাসার রঙ সোনালী নয়তো? ইদানীং হলদে রোদ্দুর সোনারঙা লাগে কেন কে জানে! এই দেখো, কোন কথা থেকে কোথায় চলে এলাম.. যাইহোক, তোমায় আমি কথা দিলাম নদীটায় একটিবারও পা ভেজাবোনা। তারচেয়ে বরং ওটার বদলে তোমার বেঁচে দেওয়া প্রজাপতি দ্বীপটা কিনে ফেলবো, শৈশব যে দ্বীপে দুরন্ত বৃষ্টিতে ভেজে অহর্নিশ.. সুনীলদা, আমার মত তুমিও কি কখনো কবিতার বিনিময়ে শৈশব ফিরে পেতে চেয়েছিলে?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।