সামহোয়ার কে ধন্যবাদ পানির ব্যবহার কত টুকু করা প্রয়োজন আমি খুব অবিবেচকের মত পানি খরচ করতাম তবে এখন নিয়ত করেছি পারি প্রয়োজন যত টুকু ততটুকু খরচ করার। আল্লাহ সহায় হোন আমার। কখন যে কি করছি তার খবর কি রাখি ? আমার যেদিন হিসাব দেয়ার দিন আসবে আমাকে আমার সময় ও কাজ নিয়ে প্রশ্ন করা হবে দেখানো হবে এই এই কাজ এই এই সময়ে তুমি করেছ দেখ তখন আর করা বা বলার কিছুই থাকবে না। তাই আমাকে এখন সঠিক সিদ্ধান্ত নিয়ে সঠিক ভাবে নিজেকে পরিচালিত করতে হবে। এই যে আমি বল্গ লেখায় সময় দিচ্ছি তা কেন ? কারন আমি সব সময় এত সময় পাব না আমি কর্মব্যস্ততা বাড়িয়ে দিচ্ছি। পরে যখন আমি আমার লেখা পড়বো তখন বঝতে পারবো কোন চিন্তাটা ঠিক ছিল আর কোনটা আরও ঠিক করে নিতে হবে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।