ঢাকা শহরের পানির চাহিদা যেমন বেশি কিন্ত অপচয়ের পরিমানও কিন্ত বেশি। প্রায় অফিস-আদালত, বাসা-বাড়ীতে হাই কমোড ব্যবহার করা হয় আর এতে করে পানির চাহিদা বেশি প্রয়োজন। কিন্ত পানি বেশি ব্যবহার করার পরও যথেষ্ট পরিমান ময়লা পরিস্কার হয়না টয়লেটে গন্ধ থাকে। পরিবেশের ক্ষতি হয়। আর যে পরিমান পানি ব্যবহার করা হয়।
তাতে নরমাল কমোডে ব্যবহার করলে অনেক বেশি পরিমান ময়লা পরিস্কার হতো গন্ধ থাকার কোন সম্ভবনা হতো না। সরাচর যে কমোড ব্যবহার করি তা হাই কমোডের চেয়ে আরামদায়ক এবং ব্যবহার সহজ। অনেকে হাই কমোড ব্যবহারের পর উপরের দ্বিতীয় ঢাকনা রেখে পানি ফ্লাশ করে যার ফলে দ্বিতীয় ঢাকনাটা সব সময় ভিজা স্যাঁত স্যাঁত হয়। অনেক বেশি টিসু্য ব্যবহার করতে হয়। এই বিষয়টি ভাবা উচিত।
আর নরমাল কমোড ব্যবহার করলে পানির অপচয় অনেক অংশ কমে যাবে বলে আমার ধারনা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।