মেমন
আজ আমার এক মজার ঘটনা ঘটল..... পানির বোতল নিয়ে..... আমি সবসময় পানি আমার সাথে রাখির জন্য চেষ্টা করি........
আজ আমাদের ক্লাসের একটি ছেলে সালমান আমার সামনে বসল........ আর আমি ওর পিছনে।
break সময়ে আমি আমার খারাব খেয়ে পানি খাওয়ার জন্য পানির বোতল হাতে নিচ্ছি তখন দেখি আমার পানির বোতলের মতোই একটা বোলত.......... একদম same........
তারপর আমি হাত উঠিয়ে বললাম বোতলটা কার, তখন সালমান বললো আমার, তারপর আমার হাত থেকে বোতলটা নিয়ে নিল......
তারপর আমি বলি-
আমি ঃ আরে! তুমি কি ভাবে বুঝলা বোতলটা তোমার?
সালমান ঃ আমার বোতল সব সময় একটু চেপটা হয়ে থাকে!
আমি ঃ আরে! আমারটাও তো চেপটা.....
সালমান ঃ আমি বেশী পানি খাই.......... আমার পানি প্রায় শেষের দিকে ছিল.......
আমি ঃ এটাও তো শেষের দিকে!
সবাই এই কান্ড দেখে তো হাসি........
আমি ঃ সালমান, তোমার কোনটা?
সালমান ঃ আরে! আমি তো তোমাকে প্রশ্ন করবো, কোনটা তোমার?
আমি ঃ এখন কি করবো?
সালমান ঃ আর পানি খেতে হবে না........... ধ্যাঁত ।
সবাই তো হাসি.............
আসলেই বোতলটা দেখলে মনে হয় একদম same, কেন chang নেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।