আমাদের কথা খুঁজে নিন

   

উদ্ধার হলো অ্যাপোলো ১১ মহাকাশযানের ধ্বংসাবশেষ

এক্সট্রা এনার্জি এক্সচেঞ্জার ১৯৬৯ সালে অ্যাপেলো ১১ নামক মহাকাশযানে চেপে চাঁদে প্রথম ব্যাক্তি হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিলেন নীল আর্মস্ট্রং। এরপর আরো অনেক ব্যক্তি গিয়েছেন চাঁদে আবার ফিরেও এসেছেন। কিন্তু সবগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো অ্যাপেলো ১১-এর যাত্রা। কিন্তু সে সময় কোন ব্যাক্তির চাঁদে প্রথম অবতরণ হওয়ায় ইতিহাসে সেই সফরটি মহাগুরুত্বপূর্ণ অবদান রেখেছে। প্রায় ৪০ বছরেরও বেশি সময়ের পর আবারো এ্যাপোলো সিরিজের মহাকাশযানগুলো উঠে আসলো স্থলে।

আমাজন.কম-এর উদ্যোক্তা এবং সিইও জেফ বিজোস বৃহস্পতিবার একটি বিবৃতিতে এ তথ্য জানান। তিনি জানান, আটলান্টিকের গভীর আঁধারে তলীয়ে থাকা এ্যাপোলো সিরিজের দু’টি রকেটের ধ্বংসাবশেষ পাওয়া গেছে যার মধ্যে একটি নীল আর্মস্ট্রংকে নিয়ে চাঁদে গিয়েছিলো। দীর্ঘ তিনটি সপ্তাহ আটলান্টিকের বিভিন্ন স্থানে খোঁজ চালায় বিজোসের উদ্ধারকারী দল। অতঃপর উল্লেখিত দু’টি রকেট উদ্ধার করা হয়। জানা যায়, সমুদ্রের প্রায় ১৪,০০০ ফুট নিচে অন্ধকারাচ্ছন্ন এলাকায় পরে থাকতে দেখা যায় রকেটগুলোকে।

অবতরণের সময়ই অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিলো মহাকাশযানগুলো। এতকাল পানির নিচে পরে থাকায় অনেক মেশিনের সিরিয়াল নাম্বার মুছে গেছে। মহাকাশ গবেষনা সংস্থা নাসা’র প্রশাসক চার্লস বোল্ডেন জানান, নাসার সকলেই ঐতিহাসিক এ উদ্ধারকাজের ফলাফলে অনেক উচ্ছসিত। বোল্ডেন আরো বলেন, “এটা অবশ্যই দারুন একটা ব্যাপার কারণ এ্যাপোলো নভোযানগুলো অনেক বড় ঐতিহ্য বহন করে”। আমাজন.কম-এর মালিক উদ্ধারকৃত এ নভোযানের ধ্বংসাবশেষগুলোকে প্রদর্শনের জন্য রাখবেন বলে জানা যায়।

বিস্তারিত পড়ুন এখানে ক্লিক করে  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.