সীমান্তের অতন্দ্র প্রহরী
রাশিয়ান মহাকাশ স্টেশন যা ১৯৮৬ সালের ১৯ শে ফেব্রুয়ারী রাত ৯টা ২৮ মিনিট ২৩ সেকেন্ডে (UTC সময়) উৎক্ষেপন করা হয়।
সেপ্টেম্বর ১৯৯৭ এ একটি সাপ্লাই এ ব্যবহৃত মহাকাশযানের ধাক্কায় এর সোলার প্যানেল ক্ষতিগ্রস্ত হয়।
কয়েক বছর পর এর আরো যান্ত্রিক ত্রুটি দেখা দেয়, এটি অনিয়ন্ত্রিত ভাবে পাক খেতে শুরু করে। যা ক্রমেই পৃথিবীর মানুষের জন্য বিপদজনক হয়ে পরে।
তাই একে পৃথিবীতে ফিরিয়ে আনার পরিকল্পনা করা হয়।
কিন্তু ১৪৩ টন ভরের এই স্টেশন কে পৃথিবীতে স্বাভাবিক ভাবে ফিরিয়ে আনতে গেলে যে পরিমান অর্থ ব্যয় হবে তাতে প্রকল্পটি আর্থিক ভাবে বেশ ক্ষতির সম্মুখিন হবে তাই একে সাগরের উপর ধ্বংস করার পরিকল্পনা করা হয়। এর ধ্বংসাবশেষ যে সাগরের উপর এসে পরবে সে দৃশ্য খালি চোখে অবলোকন করার জন্য এ ক্ষেত্রে উৎসাহী জনতার কাছে টিকেটও বিক্রি করা হয়।
২০০১ সালের ২৩শে মার্চ মস্কোর স্থানীয় সময় সকাল ৮ টা বাজে এর Deorbit শুরু হয় দক্ষিন প্রশান্ত মহাগাহরের ফিজি, নাডী দ্বীপের কাছাকছি।
দর্শকের কিন্তু টিকেটের পয়সা উসুল হয়নি। যে খানে পরার কথা ছিল তার থেকে ৭০ কিলোমিটার দুরে গিয়ে পরে এর ধ্বংসাবশেষ।
লিংকঃ
http://en.wikipedia.org/wiki/Mir
Click This Link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।