আমাদের কথা খুঁজে নিন

   

আরেকবার আসুক না কালবোশেখী ঝড়

"" It is a difficult thing to tell the story of a life;and yet more difficult when that life is one's own. "" একটা নিষ্কণ্টক নিরস পৃথিবী নিস্তব্ধতা যার শপথ একটা চলতে থাকা অলস সময় প্রবাহ-ই যার দাপট একটা ঘুমন্ত শরীর ছিল সম্বল দরকার শুধুই বিছানা-বালিশ চাঁদ-সূর্য-বায়ু নিয়ে একটা প্রকৃতি তাদের নিয়ে ছিলনা আমার বিন্দুমাত্র নালিশ। এমনভাবেই সাজানো ছিল নিজের যাপিত ঘর হঠাৎ সব ছাপিয়ে এলো কালবোশেখী ঝড়। সেই ঝড়ে আমার পৃথিবী কেপে উঠলো রিখটার স্কেলে মাত্রাটা হবে সাত-কিংবা আট আমার চিন্তাগুলো ঘোড়ার পালের গতি পেলো মনের ভাণ্ডারে বিজলির তরঙ্গ বিভ্রাট। আমার চিত্তে যেন বঙ্গোপসাগরের সব কটা ঢেউ এলো আছড়ে বিস্বাদে ভরা সময়টা ঠাই নিল নোনতা পানির ধারে শরতের বিষণ্ণ আকাশের জায়গায় ঠাই পেলো বর্ষার ছলছল জল আমার ঘরটা আটকে গেলো নোনতা আর মিষ্টি পানির মোহনার ঢল। এবার একটু বলি কালবোশেখির কথা।

তার মেঘগুলো ছিল কুচকুচে কালো, যেই কালোতে থাকা একটা অমোঘ মায়া সেই কালো ঘিরে ছিলো পৃথিবীর সব জাফরান। তার আকাশের রঙে ছিল স্বর্গের অপ্সরীর চোখের নীলাভ আলো, যেই আলোতে থাকে অজান্ত মনে আপনাকে হারিয়ে ফেলার কায়া যেই আলো ঘিরে ছিলো ভয়ার্ত অন্ধকারে পৃথিবীর সব জোনাকির প্রাণ। তার গর্জন ছিলনা হুংকার, বরং সংগীতের অমিয় রাগিনী যেই সংগীতে আপনাতে হারাতে মন একটুখানি দ্বিধা জাগেনি। তার পরশ ছিল শীতলতার সর্বোচ্চ সীমার স্থপতি প্রচণ্ড মরুতাপে পিপাসার্ত পথিকের পানি পানের ন্যায় অনুভূতি। যে একবার স্বাদ পেয়েছে কায়সারের স্বাদ যেন সে ভুলে যায় ! সব চলছিল ভীষণ ভালো, হয়তো সর্বোচ্চ ভালোর মোড়কে, তবে প্রকৃতি নিষ্ঠুর বলে আমার জীবন গেলো আবার ভড়কে।

একদিন হারিয়ে গেলো কালবোশেখি অভিমানের দেশে ঝড় হয়ে আসলোই না অগণিত আকুতি শেষে। এখন আবার শুরুর কটা লাইন আমার পথ-রাহী অতীতের সেই অতিময়তায় বার বার ফিরে চাহি। এখন আবার, একটা নিষ্কণ্টক নিরস পৃথিবী নিস্তব্ধতা যার শপথ একটা চলতে থাকা অলস সময় প্রবাহ-ই যার দাপট। তবে একটা ঘুমিয়ে ঘুমিয়ে জাগ্রত শরীর সম্বল দরকার শুধুই স্বপ্নের সোনালি চাদর চাঁদ-সূর্য-বায়ু নিয়ে আঁকা প্রকৃতিটা আমার বুকে এখনো জাগায় কালবোশেখির অকুণ্ঠ আদর। শরতের বিষণ্ণ আকাশের জায়গায় ঠাই পেলো চৈত্রের খরতাপ কালবোশেখির অভাবে একটু একটু করে হারিয়ে যাওয়া হাসিমুখের ভাপ।

যেমনভাবেই সাজানো থাক না নিজের যাপিত ঘর হঠাৎ সব মাড়িয়ে গেলো সেই কালবোশেখী ঝড়। তবে এখন কী হবে? কালবোশেখি আবার আসুক স্রোতের নায়ে ভিড়ে আমায় নিয়ে মাতুক খেলায় আপন মনে করে। আমার রাতের আকাশ করুক না আলোকসজ্জায় শানিত আমার কর্ণ বিজলি গানে হোক না আরো রুধিত আমার চোখ হারিয়ে যাক না নীলাম্বরির নীলে আমার মন ছুঁয়েই যাক না কালচে মেঘের চুলে। —- ( ২১/০৪/২০১২) —- (বিঃদ্রঃ প্রায় ১.৫ বছর পর কবিতা লিখছি মনে হয়। এপ্রিল মাসটা আমার জীবনের কালবোশেখির মাস,আমি তাকে অনেক নামেই ডাকি, কখনো স্বপ্নপরী, কখনো ঘাসফুল, আবার কখনো মেঘ, কালবোশেখি হয়তো সেরকমই একটি নাম ) মূল লিংকঃ আরেকবার আসুক না কালবোশেখী ঝড় ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।