চিন্তা করতে ভালবাসি। তার চেয়ে ভালবাসি ব্যস্ত থাকতে।
জীবনের প্রায় আটাশ বছরে পদার্পন করেছি। পেশাও শিক্ষক। অভিজ্ঞতা ১২ বছর।
অনেক অল্পবয়সে টাকার গন্ধ পেয়েছি। কি করব? বাধ্য ছিলাম পরিস্থিতির কাছে। তবে হার মানতে নারাজ ছিলাম। তবুও কত স্থানে হার মানতে হয়েছে। এখন শুধু কোন মত বেঁচে আছি আরকি।
যখন দেখি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষক শিবরাম প্রাইমারী স্কুলের সাবেক প্রথান শিক্ষক জনাব মোঃ নুরুল ইসলাম বক্তব্য দিচ্ছেন তখন তাঁর মত একজন আদর্শ শিক্ষক হতে ইচ্ছা করে। যখন দেখি জাগপা প্রধান শফিউল আলম প্রধান মঞ্চে বক্তব্য দিচ্ছেন, ইচ্ছে করে তাঁর মত বক্তা হই। যখন দেখি মাহাথির মোহাম্মদের মত একজন লোক একক প্রচেষ্ঠায় অনুন্নত দেশকে ২দশকে উন্নত করে ফেলল, তখন ইচ্ছে করে তাঁর মত একজন মানুষ হয়ে দেশকে নেতৃত্ব দেই। আসলে আরোও কত কিছু করতে ইচ্ছে করে তার ইয়ত্তা নেই। কিন্তু মন্দ কোন কিছু করতে ইচ্ছে করেনা।
ইচ্ছে করে সব কিছুতেই যেন আদর্শ হতে পারি। কিন্তু এটা কি সম্ভব। তাইতো আরেকবার জেগে উঠলাম। দেখি কতক্ষণ জেগে থাকতে পারি আরেকটা ঘুম আসার আগে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।