আমাদের কথা খুঁজে নিন

   

আরেকবার জেগে ওঠো বাংলাদেশ...সময় এসেছে আরেকবার যুদ্ধে যাওয়ার

জীবনে সুখের মূল কথা হল - এই পৃথিবীর কেউ বা কোন কিছুই তোমার জন্য নয়।

কেউ একজন আজকে সন্ধ্যায় পোস্ট দিয়েছিলেন কোন কোন রাজাকারের বেঁচে থাকার অধিকার নেই - তা নিয়ে। ভাইরে, রাজাকার কি? আমার বেঁচে থাকার অধিকার নেই। কারন আমার দেশকে আমার মা'কে যারা ধর্ষন করেছে,অত্যাচার করেছে, আমি তাদের বিচার করিনি, করতে পারিনি। যে সব রাজনৈতিক দল (সব বড় রাজনৈতিক দল) এদেরকে নিজের প্রয়োজনে কাছে টেনেছে, তাদেরকেও কিছু বলতে পারিনি।

শহীদ জননী জাহানারা ইমাম যে কাজ শুরু করেছিলেন, সেই কাজ শেষ করতে পারিনি এমনকি তাঁর লাশ আসার একদিন আগে মহান মুক্তিযুদ্ধ পরিচালনাকারী দলটি যখন নিজামীদের সাথে মিটিং করল, কিছু করতে পারিনি। ২০০১ সালে বিএনপি'র সাথে যখন জামাত ক্ষমতায় এল,ওদের গাড়ীতে জাতীয় পতাকা উড়ল, যেদিনও কিছু বলতে পারিনি। শুধু নির্বাক হয়ে থেকেছি। আর তাই এখন ঐ রাজাকারের দল আমার প্রানের মুক্তিযুদ্ধকে সিভিল ওয়ার বলে এবং বলে যে এদেশে কোন যুদ্ধপরাধী ছিল না। এ দোষ আমার! এ জন্য আমার বেঁচে থাকার অধিকার নেই।

কিন্তু আর চুপ করে থাকব না। দরকার নেই কোন রাজনৈতিক দলের সাহায্যের, আমরা এই দেশের সাধারন মানুষ আবার লড়ব ওদের বিরুদ্ধে। আমাদের কাছে যত প্রমাণ আছে চলুন আমরা সব এক জায়গায় নিয়ে আসি। যে যেভাবে পারি প্রমাণ এবং সাক্ষী সংগ্রহ করি। সময় এখনও শেষ হয়ে যায়নি।

এখনও অনেকেই জীবিত আছেন। তাই আগামী প্রজন্মের কাছে দায়বদ্ধতা থেকে আসুন আমরা ওদের বিচার চাই। ওদের বিরুদ্ধে সব প্রমাণ সংগ্রহ করি। যখনই কোন দেশে বড় কোন সমস্যা দেখা দিয়েছে, যখনই মানবতার ডাক এসেছে, এগিয়ে এসেছে এদেশের আপামর জনসাধারন। সেই প্রাচীন আমল থেকে শুরু করে ভাষা আন্দোলন,মহান মুক্তিযুদ্ধ, এরশাদবিরোধী আন্দোলন এমনকি হালের অমিত বা ভেলরী টেইলরের ঘটনা সব কিছুই এই কথার সার্থকতা প্রমান করে।

জানি সরকার হয়ত সাহায্য করবে না। কি হল তাতে? ভয় কিসের? মেরে ফেলবে? না হয় গেলই আরো প্রাণ ওদের বিরুদ্ধে কথা বলে। যে জাতি লাখ লাখ প্রাণের বিনিময়ে এদেশ স্বাধীন করেছে, সে জাতি সেই স্বাধীনতাকে ধরে রাখতে আরও প্রাণ দিতে পারবে না? আমার জীবনের বড় আফসোস ছিল যে মুক্তিযু্দ্ধে অংশগ্রহণ করতে না পারা। এখন চলুন সবাই আরেকটি যুদ্ধে যাই। ওরা আমাদের ধ্বংস করে দিতে চায়, ওরা আমাদের কোনঠাসা করে দিতে চায়।

আর আমাদের মাঝেও অনেকের বোকামীর জন্য তা সম্ভব হয়েছে। আর নয় কোন বোকামী। চলুন আরেকবার আমরা সবাই জেগে ওঠি। সবাই একসাথে জেগে উঠে প্রমাণ করি আমরা এখনও বেঁচে আছি। কোন কিছুই শেষ হয়ে যায়নি।

বিতাড়িত করি স্বাধীনতাবিরোধীদের। এখানে অনেকেই আছেন যাদের কাছে প্রমান সহ অনেক ডকুমেন্ট আছে, তারা কি কষ্ট করে বলবেন কোথাও একসাথে সবকিছুকে রাখা যায় কিনা? আমি মুক্তিযোদ্ধার সন্তান বলে ফেইসবুকে একটি গ্রুপ আছে। যেকেউ সেখানে জয়েন করতে পারেন। কি বন্ধু জাগবেন না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।