আমাদের কথা খুঁজে নিন

   

তিনি একজন বিচক্ষণ আয়না পড়া জ্যোতিষী...

জানতে ভালোবাসি,...তাই প্রশ্ন করি... কি বিশ্বাস হইলো না...... আসনে তার পরমান দেই ‘তদন্ত চলছে’, ‘আমরা যথাসাধ্য চেষ্টা করছি’ আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে এ কথা শুনতে শুনতে কান ঝালাপালা। তারা লুম্বা ফালায় আর তা গণনা করে বইসা বইসা। কিন্তু দেখেন বাংলাদেশের যে কুনু ঘটনা ঘটার সাথে সাথে আমাদের পরধান মুনত্তী বলে দিতে পারেন কে ঘটনা ঘটাইছে আর কে এইটার পিছনে আছে। যেমন গুম হত্যা হইলেই তিনি বিচক্ষণতায় সাথে চোখ বন্ধ না করেই বলে দিতে পারেন কে গুম করছে এবং এর হীন উদ্দেশ্য কি। বিএনপি নেতা ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘বিএনপির এক নেতা নাকি হারিয়ে গেছে।

তাদের আরেক নেতা হারিছ চৌধুরী সেই তত্ত্বাবধায়ক সরকারের সময় থেকেই হারিয়ে আছে। সেও হারিছ চৌধুরীর মতো লুকিয়ে আছে কি না, কে জানে! আন্দোলনের ইস্যু তৈরি করতে বিরোধীদলীয় নেত্রীর নির্দেশে সে লুকিয়ে থাকতে পারে। ’ এর আগেও তিনি অনেক বিষয়ে তার জ্যোতিষী বা গণক বিদ্যার বিচক্ষণতা দেখিয়েছেন তৎড়িত গতিতে। আসুন সময় থাকতে আমরা সবাই উনার মুরিদ হই এবং আমাদের সামনের জীবনে কি ঘটতে পারে বা কে ঘটাতে পারে তা ধোঁয়া তুলসী পাতা প্রাণ প্রিয় পরধান মুনত্তী কাছ থেকে জেনে নেই এবং আমাদের মূল্যবান জীবন রক্ষা করি ও সুন্দর করি। আর একটা ফ্রি উপদেশঃ যদি কুনু ঘটনা ঘইট্যাই যায় তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে গিয়ে সময় নষ্ট না করে সরাসরি পরধান মুনত্তী দরবারে হাজির হবেন তিনি আয়না পড়ার মাইধ্যমে দেখবেন আপনার মুশকিল আছান কইরা দিবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.