সেই গ্রাম আজ সর্বদিকে অবহেলিত,"দেখার কেও নাই"
যারা দেখবে তারা তহ শহরের বিশাল বিশাল দালান-কোঠায় বিদ্যুতের বিকল্প হিসাবে জেনারেটর,আইপিএস,সৌরবিদ্যুৎ ব্যাবহার করে থাকেন আর সব সময় থাকেন এয়ার কন্ডিশন গাড়ি,বাড়ি,অফিসে সো এইসব বুঝা উনাদের জন্য দুঃস্বপ্নের ব্যাপার।
অথচ দুঃখের বিষয় হলেও সত্যি আমরা পররাষ্ট্র মন্ত্রী ড.দিপু মনির এলাকায় মানে চাঁদপুর জেলার বাসিন্দা। চাঁদপুর সদর থেকে আমাদের এলাকার দূরত্ব ১৩ কিলোমিটার। আমরা যে রাস্তাটি দিয়ে চলাপেরা করি এক অর্থে ঐ রাস্তাটি বেড়ি বাঁধ বলে,আর সেই রাস্তাটির অবস্থা যে কি করুন তা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবেন না। ভয়ংকর রাস্তা মানুষজনের চলাপেরা আগের চেয়ে কমে গেছে।
আসলেই কি হবে এই গ্রামের,এই গ্রামের মানুষ জনের.....
"মনে রাখতে হবে,মেরুদন্ড ছাড়া যেমন মানুষ চলতে পারে না তেমনি গ্রামের উন্নয়ন না করলে এই শহর ও টিকবে না"
আছিব চৌধুরী
গ্রামঃ সরখাল,পোঃ মুলপাড়া,থানাঃ ফরিদগঞ্জ,জেলাঃ চাঁদপুর ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।