আমাদের কথা খুঁজে নিন

   

নাইজেরিয়ায় শিশু উৎপাদন কারখানার সন্ধান!

ভালো। নাইজেরিয়ার পুলিশ একটি অবৈধ এতিমখানায় অভিযান চালিয়ে কয়েকজন তরুণীকে উদ্ধার করেছে। সরকারের একজন মুখপাত্র জানিয়েছেন, আটক তরুণীদের সন্তান ধারণের জন্য বাধ্য করা হতো এবং সেসব শিশু পরে বিক্রি করে দেয়া হতো। দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ আকোয়া ইবোমে কয়েকটি অবৈধ এতিমখানায় অভিযান পরিচালনাকারী পুলিশ বাহিনীর সহকারী পুলিশ সুপার ওয়েকাচি ওরজি বলেছেন, ‘এ রাজ্যের উরাহ স্থানীয় সরকারের অধীনস্থ এলাকায় একটি ‘বেবি ফ্যাক্টরির’ সন্ধান পেয়েছি।’ তিনি জানান, ১৮ থেকে ২০ বছর বয়সী সাতজন তরুণীকে উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে তিনজন গর্ভবতী। তবে শিশু উদ্ধার করা যায়নি। এ ঘটনায় এতিমখানার মালিক, তার স্ত্রী এবং একজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, পশ্চিম আফ্রিকায় মানবপাচার একটি ব্যাপক-বিস্তৃত বাণিজ্য।  

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.