নাইজেরিয়ার জনবহুল শহর লাগোসে একটি ছোট যাত্রীবাহী বিমান উড্ডয়নের পরপরই বিধ্বস্ত হয়ে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। বিমানটি ঠিকভাবে উড়তে পারেনি তাই বিধ্বস্ত হয়।
জানা যায়, অ্যাসোসিয়েট এয়ারলাইনসের বিমানটি দক্ষিণপশ্চিমের আকুরে শহরের দিকে যাত্রা শুরু করেছিল। বিমানটিতে ২০ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তবে বিমানটির ধরন সম্পর্কে তার কাছে নির্দিষ্ট কোন তথ্য নেই।
দুর্ঘটনার পর কয়েকজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিছু মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু এখনও জীবিত ব্যক্তি রয়েছেন। কমপক্ষে চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, শেষকৃত্যের জন্য বিমানটিতে অন্দো প্রদেশের সাবেক গভর্নরের মরদেহ নিয়ে যাওয়া হচ্ছিল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।