নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যে বিদ্রোহী বোকো হারামের সদস্যদের হামলায় অন্তত ৯০ জন নিহত হয়েছে। শনিবার রাতে বিদ্রোহীরা ক্যামেরুন সীমান্তে অবস্থিত ইজগে গ্রামে এই হামলা চালায়। নিহতদের বেশিরভাগই স্থানীয় খ্রিস্টান।
জানা যায়, আক্রমণকারীরা গ্রামটিকে চারপাশ থেকে ঘিরে ফেলে গুলি করতে থাকে। তারপর বিস্ফোরণ ঘটিয়ে বেশিরভাগ বাড়িতে আগুন ধরিয়ে দেয়। গ্রামটির বেশিরভাগ বাসিন্দাদের তারা গুলি করে এবং বাকিদের গলা কেটে হত্যা করে।
এদিকে, হামলার ঘটনার পরপরই সেখানকার শত শত বাসিন্দা পালিয়ে গেছে। হামলাকারীরা ব্যবসা প্রতিষ্ঠান এবং খাবারের দোকানও লুট করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।