শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য বোর্নোর রাজধানী মাইদুগুরির শহরে এ কারফিউ জারি করা হয় বলে বিবিসির এক খবরে বলা হয়েছে।
সেনাবাহিনীর এক বিবৃতিতে মাইদুগুরির ১১টি এলাকার নাম উল্লেখ করে সেখানকার অধিবাসীদের ঘরের বাইরে বের না হতে নির্দেশ দেয়া হয়েছে।
মাইদুগুরি ইসলামপন্থী উগ্রবাদী সংগঠন বোকো হারামের শক্তিশালী ঘাটি হিসেবে পরিচিত।
এদিন ওই শহর থেকে ৬৫ জন ‘সন্ত্রাসীকে’ গ্রেপ্তার করা হয়েছে বলে সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে।
সেনা অভিযানের মুখে জঙ্গীরা তাদের ঘাঁটি থেকে পালিয়ে যাচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
বোকো হারাম ২০১০ সাল থেকে সন্ত্রাসী হামলা চালিয়ে আসলেও সম্প্রতি তাদের বিরুদ্ধে বড় ধরনের অভিযানে নেমেছে সেনাবাহিনী। শুক্রবার অভিযানে ১০ সন্দেহভাজন জঙ্গী নিহত হয় বলে সেনাবাহিনী দাবি করেছে।
বর্তমানে নাইজেরিয়ার আদামাওয়া, ইউব ও বর্নো রাজ্যে জরুরি অবস্থা জারি রয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।