রোববার ফজরের নামাজের সময় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, তবে সোমবারের আগে ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হয়নি বলে বিবিসি জানিয়েছে।
ঘটনাস্থল বর্নো রাজ্যের প্রধান শহর মাইদুগুরি থেকে ৩৫ কিলোমিটার দক্ষিণপূর্বে কোন্দুগা টাউন। হামলাকারীদের ইসলামপন্থী বোকো হারামের সদস্য বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আহত আরো ২৬ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।
ইসলামি জঙ্গিদের বিরুদ্ধে সেনা অভিযান পরিচালনার উদ্দেশ্যে দেশটির প্রেসিডেন্ট গুডলাক জোনাথন চলতি বছরের মে মাসে উত্তরপূর্বাঞ্চলীয় তিনটি রাজ্যে জরুরি অবস্থা জারি করেছিলেন।
বোকো হারাম দেশটির সরকারকে উৎখাত করে ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ২০০৯ সাল থেকে তারা নাইজেরিয়ার উত্তরাঞ্চলে হাজার হাজার মানুষকে হত্যা করেছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।