নাইজেরিয়ায় একটি কারাগারে পুলিশের গুলিতে অন্তত ২১ কয়েদি মারা গেছেন। কয়েদিরা পালানোর সময় তাদের ওপর গুলি করে পুলিশ। আর এতেই তারা নিহত হন। রবিবার দেশটির রাজধানী আবুজায় একটি গোয়েন্দা পুলিশের সদর দপ্তরে ঘটনাটি ঘটে। এ ঘটনায় পুলিশের দুই জন সদস্যও গুরুতর আহত হয়েছেন।
জানা যায়, একজন বন্দি পালানোর উদ্যোগ নিয়ে কারারক্ষীকে আঘাত করলে ঘটনার সূত্রপাত হয়। ওই বন্দি কারারক্ষীকে মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে কারারক্ষীরাও গুলি ছোঁড়ে। এ সময় ২১ জন বন্দি নিহত হয়।
কারাগারে থাকা অধিকাংশ বন্দিই ইসলামি জঙ্গি গোষ্ঠী বোকো হারামের সন্দেহভাজন সদস্য। ঘটনার পর এই পুলিশ দপ্তরে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।