আমাদের কথা খুঁজে নিন

   

নাইজেরিয়ায় বিদ্যালয়ে ঢুকে অর্ধশত শিক্ষার্থীকে গুলি করে হত্যা

নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় ইয়োবে প্রদেশের এক বিদ্যালয়ে হামলা চালিয়ে প্রায় অর্ধশত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে দেশটির সশস্ত্র জঙ্গি সংগঠন- বোকো হারামের কর্মীরা। অনেক শিক্ষার্থীকে গলা কেটে হত্যা করা হয়েছে। কাউকে মেরেছে পুড়িয়ে। গত সোমবার রাতে এই নৃশংস হামলা চালায় সংগঠনটি।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, জঙ্গিরা বিদ্যালয়ের প্রায় অর্ধশত শিক্ষার্থীকে গুলি করে হত্যা করেছে।

অনেককে আবার গলা কেটেও হত্যা করেছে।

বার্তা সংস্থা রয়টার্সকে নাইজেরিয়ার পুলিশ জানিয়েছে, নিহত শিক্ষার্থীদের সবাই বালক শিশু। তাদের কয়েকজনের মৃতদেহ ‘আগুনে পুড়ে ছাই হয়ে গেছে।

প্রসঙ্গত, বোকো হারাম আধুনিক পশ্চিমা শিক্ষাকে ইসলামের দৃষ্টিতে হারাম বা নিষিদ্ধ মনে করে। বোকো হারাম শব্দের অর্থও আধুনিক পশ্চিমা শিক্ষা হারাম বা নিষিদ্ধ।

সূত্র : বিবিসি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.