আমাদের কথা খুঁজে নিন

   

নাইজেরিয়ায় মুসলমানদের উপর খ্রিস্টান জঙ্গিদের বর্বরোচিত হামলা শহীদ শত শত ॥ আহত হাজার হাজার

সত্যেই হোক মোদের লক্ষ্য

নাইজেরিয়ার জোস নগরীতে মুসলমানদের উপর খ্রিস্টান জঙ্গিদের পরিকল্পিত হামলায় এ পর্যন্ত প্রাপ্ত খবরে ৩শ’রও বেশি মুসলমান শহীদ হয়েছেন। পরিসি'তি নিয়ন্ত্রণে আনতে সৈন্য মোতায়েন করা হয়েছে। অব্যাহত সশস্ত্র সহিংসতার খবরের প্রেক্ষাপটে কর্তৃপক্ষ মধ্যাঞ্চলীয় এই নগরীতে ২৪ ঘণ্টার কারফিউ জারি করেছে। ভয়ার্ত বাসিন্দারা জানান, শহরের বিভিন্ন এলাকায় গুলির শব্দ শুনতে পেয়েছেন এবং ধোঁয়া উড়তে দেখেছেন। নাইজেরিয়ার ভাইস প্রেসিডেন্ট ঘটনাস্থলে সৈন্য পাঠিয়েছেন এবং পরিসি'তি পর্যবেক্ষণ করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়ার নির্দেশ দেন।

বিমান সূত্র জানায়, ওই নগরী অভিমুখী সকল ফ্লাইট স্থগিত করা হয়েছে। স্থানীয়রা জানান, মুসলমানরা শান্তিপূর্ণভাবে একটি মসজিদের ভবন নির্মাণ করতে গেলে উগ্রপনি' খ্রিস্টান জঙ্গিরা তাদের উপর আক্রমণ করে। এরপর সমস্ত এলাকায় সহিংসতা ছড়িয়ে যায়। মুসলমানদের নেতা বালারেবী দাউদ বলেন, মঙ্গলবার নগরীর কেন্দ্রীয় মসজিদে ১৯২টি লাশ আনা হয়েছে। সোমবার তিনি ২৬ জনের প্রাণহানি ঘটেছে বলে উল্লেখ করেন।

দাউদ বলেন, কমপক্ষে ৮শ’ জন আহত হয়েছে। এদের মধ্যে ৯০ জনকে বিভিন্ন সামরিক হাসপাতালে নেয়া হয়েছে। তাদের অবস্থা গুরুতর। তিনি বলেন, মসজিদের চিকিৎসা সামগ্রী ফুরিয়ে গেছে। তিনি আরো বলেন, ‘এমনকি পার্শ্ববর্তী ক্লিনিকগুলো আহত রোগীতে পূর্ণ হয়ে গেছে।

’ এখানে একটি ক্লিনিকের চিকিৎসক মরিয়ম মোহাম্মদ বলেন, মঙ্গলবার বুকুরুতে সংঘর্ষে ৫ জন নিহত হয়। তিনি বলেন, সংঘর্ষ চলছে। তবে সৈন্য মোতায়েন করা হয়েছে। এ পর্যন্ত ৫০ জন আহত ও ৫ জন নিহত হয়েছে। কারফিউয়ের সময়সীমা বৃদ্ধির ঘোষণা দিয়ে রাষ্ট্রীয় তথ্য কমিশনার গ্রেগরী ইয়েনলং এএফপিকে বলেন, ‘শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে নিরাপত্তা কর্মীরা নিয়োজিত রয়েছে।

সকলকে নিজ নিজ বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। ’ সেনাবাহিনী জানায়, নাছারাওয়া জিয়ন এলাকায় রোববার সংঘর্ষ শুরু হয়। তবে পরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। জোস নগরীটি সামপ্রতিক বছরগুলোতে নাইজেরিয়ায় ধর্মীয় সহিংসতার রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ নগরীটি মুসলিম অধ্যুষিত উত্তরাঞ্চল ও খ্রীস্টান অধ্যুষিত দক্ষিণাঞ্চলের মধ্যবর্তী স্থানে অবসি'ত।

উল্লেখ্য, নাইজেরিয়ায় ১৫ কোটি জনগণের মধ্যে মুসলমানের সংখ্যাই বেশি। দেশটির ভাইস প্রেসিডেন্ট সর্বশেষ এ সহিংসতার ব্যাপারে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার জোস নগরীতে সৃষ্ট সংকটের স্থায়ী সমাধান খুঁজে বের করতে অঙ্গিকারবদ্ধ। ২০০৮ সালের নভেম্বরে জোস নগরীতে দুই দিনের সংঘর্ষে কয়েকশ’ লোক নিহত হয়। পার্শ্ববর্তী বর্নো রাজ্যে গত জুলাই মাসে কমপক্ষে ৮শ’ মুসলমান শহীদ হয়। এসময় সেনাবাহিনী মুসলিমদের উপর আক্রমণ করে।

গত ডিসেম্বররেও বাউচি রাজ্যে সেনা বাহিনী আক্রমণে প্রায় ৭০ জন মুসলমান শহীদ হয়।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.