আমার বাসা মিরপুর। কাজীপাড়া থেকে একটু ভিতরে। অফিস মহাখালীতে। মিরপুর-১০/কাজীপাড়া থেকে ১২ টাকার টিকেট কেটে মহাখালী আসতাম কয়েকদিন আগেও। মাঝে কিছুদিন বেঙ্গল পরিবহন (আলিফ এন্টারপ্রাইজ) বন্ধ ছিল।
গত ২ দিন হল তাদের বাস সার্ভিস আবার শুরু হইছে কিন্তু শুরুর দিন থেকেই ওদের ভাড়া গেল বেড়ে। এখন ভাড়া ১৫ টাকা। বাধ্য হয়ে ১৫ টাকা দিয়েই অফিসে আসতে হচ্ছে আমার মাসে প্রায় ২০০ টাকার মত খরচ বেড়ে গেল। প্রতিটি টিকেটে ৩ থেকে ১০ টাকা বেশি। কিছু বলার নাই।
কিছুদিন বন্ধছিল যার জন্য ঐ সময়ের ক্ষতিটা আমাদের কাছ থেকে পুরণ করছে বাস কোম্পানিটি।
দেশের যে কি অবস্থা। কোন কিছু বলা যাবে না, দাম বেড়ে যাবে। দেখা যাক, কত দাম বাড়াতে পাড়ে তারা।
আমরাও বেচে আছি তা দেখার জন্য।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।