আজ এতো আহাজারি কেন? আমি তো মাত্র সর্বশেষ মৃত্যুটা অতিক্রম করলাম! মাটিতে মিশে যাবে নশ্বর দেহটা- এর জন্য এতো মায়া কেন? কেন এতো জোড়া আঁর্দ্র চোখ! আমি তো কবেই মরেছিলাম... প্রথম মৃত্যুটা ছিলো শিক্ষাজীবনে গতানুগতিক যান্ত্রিকতায় পিষ্ট হয়ে; যখন ছুটেছিলাম সনদের পিছনে। দ্বিতীয় মৃত্যুটা ছিলো আরো মর্মান্তিক- কর্মজীবনে অসৎ এর ভীড়ে; যখন বারবার পদদলিত হয়েছে আমার ‘সততা’ একসময় সে মারা গেলো! তৃতীয় মৃত্যু ছিলো ‘নৈতিকতা’র দ্রব্যমূল্যের উর্ধ্বগতির ধকলে। চতুর্থ মৃত্যু নিয়ে গেলো ‘দায়িত্ববোধ’! তখন মিশে গেলাম স্বার্থান্বেষীদ ের ভীড়ে। পন্চ্ঞম মৃত্যু কেড়ে নিলো ‘বিবেক’ তখন থেকেই আমি নিরপরাধী, অপরাধবোধের দংশন নেই মনে! ষষ্ঠ মৃত্যুতে প্রাণ দিলো আমার ‘অন্তর্দৃষ্টি’ আজ অবধি আমি অন্ধ! সপ্তম মৃত্যু ছিলো ‘ভালোবাসা’র- তখন থেকেই হৃদয়টা অকেজো! এভাবে অষ্টম,নবম.... এবং আরো! তোমাদের অবহেলায় তিল তিল করে মরেছি। সবচেয়ে ভয়ের ছিলো ‘স্বপ্ন’র মৃত্যু! এরপর আজ সর্বশেষ মৃত্যু হলো। একটা মৃত্যুতে এতো শোক? কোথায় ছিলো তোমাদের এতো মমতা- যখন নিজের কফিন নিজেই বয়েছি,বারংবার!
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।