পালোয়ানের প্রলাপ
১.
অথচ চোখ দুটো নতুন চশমার মতই ঝকঝকে হতে পারতো।
কিন্তু চোখ দুটো হতাশা আর কষ্টের কুয়াশায় আজ ঝাপসা।
২.
তোমাকে ফোন দিতে দিতে চার্জ ফুরিয়েছে ফোনের,
চার্জ ফুরিয়েছে মনের-
তবু ফোন ধরোনি তুমি!
বসে বসে তাই পুরনো রেকর্ড শুনি।
চার্জশূন্য নিথর দেহ নিয়ে অপেক্ষা করি রিচার্জড হবার!
আচ্ছা দিন ফুরোবে কবে নিস্তেজ হয়ে থাকার?
আচ্ছা কবে কথা হবে আবার??
জাগবো কবে তরঙ্গায়িত কণ্ঠ শুনে তোমার???
১০ / ৮ / ১৩
৩.
নির্ঘুম একটি রাত
অশ্রুভেজা চোখের কোল
কয়েক ঢোক হতাশা
কাউকে মিস করা
অতঃপর ধূসর সকাল
এবং চিরন্তন অপেক্ষা
৪.
কবিমন,
আর ঘুমাবি কতক্ষণ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।