যদি ভালবাসা হীন হয়ে কোনদিন-
আমার কথা মনে পড়ে।
যদি অন্ধকারে একলা ঘরে,
চোখ থেকে জল ঝরে।
যদি জীবনে আসে ঝড় তোমার।
হৃদয়ে চলে নিরব হাহাকার।
যদি মন কঁাদে বালিকা
জেনে রেখ তুমি-
একজন কেউ আছে এখনো
তোমাকে ভাল বাসবার।
রুপের পূজারি যদি- কেড়ে নেয় ফুল
হৃদয়ের পূজারির হবেনা ভুল।
যদি অশ্রু ঝরে বালিকা
ভুলে যেওনা সে কথা।
কেউ একজন এখনো আছে-
অশ্রু মুছে দেবার।
যদি হয় ভুল। ঝরে পড়ে ফুল।
শুন্য কাননে যদি না আসে ভ্রমর।
প্রজাপতিরা যদি না মেলে ডানা।
বদলে ফেল বালিকা।
ধুলো মাখা সেই পুরনো তোমায়।
(শাহজাহান আহমেদ) ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।