বালিকার আর ভোর হ’লো না,
ঘোড়ায় চড়ে টগবগিয়ে
রাজপুত্তুর আর এলো না
অপেক্ষা তার শেষ হ’লো না।
বালিকার আর ভোর হ’লো না। ।
ভর দুপুরে অনেক দূরে
বাজে বাঁশি মধুর সুরে
শিকল খুলে দু'পায়ে তার
নুপুর পড়া আর হ’লো না।
অপেক্ষা তার শেষ হ’লো না।
বালিকার আর ভোর হ’লো না। ।
পেটের জ্বালা শীতের জ্বালা
মাথার ওপর ছাদের জ্বালা।
ভালোবাসার রং যে কেমন?
সে কথা আর জানা হ’লো না।
অপেক্ষা তার শেষ হ’লো না।
বালিকার আর ভোর হ’লো না। ।
২৬শে অক্টোবর,২০০৯।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।