আমাদের কথা খুঁজে নিন

   

আমার গালির ভান্ডার যে কই হারাই গেল????

http://www.facebook.com/sumon.dhrubo.....

ছোটবেলায় আমি পরিচিত ছিলাম, এলাকার সবচেয়ে দুস্টু ছেলেদের একজন হিসেবে……হেন কোনো দুস্টামি ছিল না যেটা করি নাই……বাবার সরকারী চাকুরী উপলক্ষে কত জায়গায় গেলাম…বাবার কলিগরা তাদের ছেলেদের মানা করে দিত যাতে আমার সাথে না চলাফেরা করে…। যাই হোক, কোনো কিছুর বাচ্চাই আমার গালির ভান্ডার থেকে বাদ পরত না (গালির এনসাইক্লপিডিয়া নামে পরিচিত ছিলাম)… তাই আমার ভাইয়া আর আপু বুদ্ধি করে কয়েকটা গালি শিখিয়েছিল…গোলাপের বাচ্চা, রজনিগন্ধার বাচ্চা ইত্তাদি…আমিও খুব শান্তিতে এই সব গালি দিয়ে বেরাচ্ছিলাম…কিন্তু মাঝে মদ্ধে ঝামেলা হত…একবার একজনকে গ্যান্দার বাচ্চা বলাতে খুব খেপে গেছিল(!)…আল্লাহ মালুম কেন!!! আরেকবার একটা পিচ্চিকে রজনির বাচ্চা বলাতে ..........(!), বিঃদঃ রজনি নামে আমাদের একটা সুইপার ছিল…।। যত যাই হোক, এখন আমি নিপাত ভদ্রলোক……গালি কাকে বলে?? ছি ছি বাবু, এভাবে বলে না!! এইগুলা এখন আমার মুখের বুলি………।। ঢুস! লেখাটা শেষ কেমনে করুম ঠিক বুঝতাছি না……এইখানেই “দি এন্ড”

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.