এইখানে শায়িত আছেন বাংলা ব্লগ ইতিহাসের কলঙ্ক...
যদি একান্তই মঙ্গল গ্রহে বাস না করে থাকেন তাহলে এমন বাংলাদেশী খুঁজে পাওয়া ভার হবে যার কানে রোজ ২/৩ টা গালি ভেসে আসে না। কেমন হয় বলুনতো এই বাংলা গালিরই যদি একটি অভিধান হয়? এরকম একটি অভিধান হচ্ছে "বাংলা স্ল্যাং"। বইটি বাংলা গালির উপর একটি গবেষণাধর্মী বই। বইটি লিখেছেন অভ্র বসু। বইটিতে শুধুই বাংলা গালিই নয়, আছে বাংলা ভাষার অশিষ্ট, অশ্লীল, অমার্জিত শব্দগুলোও।
যেমন ধরুন, "চ্যাংড়া" শব্দটি গালি নয় কিন্তু এটি বাংলা মার্জিত ভাষার অংশও নয়। অন্যান্য অভিধানের ন্যায় এটিও বর্ণনানুক্রমে সাজানো। রয়েছে প্রতিটি শব্দের বাক্যে প্রয়োগ, সমার্থক শব্দ। যেহেতু বইটি পশ্চিমবঙ্গ থেকে প্রকাশিত তাই এতে ওদেশের গালি আছে উল্লেখযোগ্য পরিমাণে। বইটির পৃষ্ঠাসংখ্যা ৪০০।
বইটি আমি কিনিনি, কিনেছেন আমার বাবা, সাগর পাবলিশার্স থেকে। দামটা তাই সঠিক বলতে পারছি না। তবে ভারতীয় মূল্য লেখা আছে ১৫০ টাকা।
বড় ও স্পষ্ট করে দেখতে: View this link
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।