আমাদের কথা খুঁজে নিন

   

এপিএস এর দায়ভার স্বীকার করে সুরঞ্জিতের পদত্যাগ। তারেক-কোকোর দায়ভার কি খালেদা জিয়া স্বীকার করবেন?

যুদ্ধাপরাধীদের বিচারের আগে অন্য কোন ইস্যু নেই সুরঞ্জিত যে দুর্নীতির সাথে অবশ্যই যুক্ত তা স্পষ্ট করে বলা যাচ্ছে না। তার সংশ্লিষ্টতা থাকতেও পারে আবার নাও পারে। কারণ টাকা পাওয়া গেছে তার এপিএসের গাড়িতে। সেই গাড়িতে রেলের ২ কর্মকর্তাও ছিল। এমনো তো হতে পারে এপিএস ঐ দুই কর্মকর্তার যোগ-সাজোশে দুর্নীতির সাথে যুক্ত।

হয়তো সুরঞ্জিত কিছুই জানে না। কিন্তু ঘটনা যাই ঘটুক, যেহেতু এপিএস নিয়োগ দিয়েছেন সুরঞ্জিত নিজেই সেহেতু এপিএসের দুর্নীতির দায়ভারও সুরঞ্জিত কেই বহন করতে হবে। সুরঞ্জিত সেই দারভার এড়িয়ে যায়নি। তিনি পদত্যাগ করেছেন। এটি রাজনীতির অনন্য মাইলফলক।

অনেক বলেছেন তিনি পদত্যাগ বাধ্য হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রীর চাপে তিনি পদত্যাগ করেছেন। সত্যিই তিনি যদি মাননীয় প্রধানমন্ত্রীর চাপে পদত্যাগ করে থাকেন তাহলে মাননীয় প্রধানমন্ত্রীও বাংলাদেশের রাজনীতিতে দৃষ্টান্ত স্থাপন করলেন। কারণ অতীতে অনেক বড় বড় দুর্নীতি হয়েছে কিন্তু কোন মন্ত্রী পদত্যাগ করেননি অথবা কেন প্রধানমন্ত্রী পদত্যাগে বাধ্য করাননি। আমরা এর আগে বাংলাদেশে বিভিন্ন দুর্নীতির প্রসংগ আসলেই বিভিন্ন দেশের উদাহরন দিয়ে বলতাম, সেসব দেশে দুর্নীতির বা ব্যর্থতার কারনে মন্ত্রীরা পদত্যাগ করে কিন্তু বাংলাদেশে কেন করে না? আজ আমাদের দেশেও সেই উদাহরণ তৈরি হলো।

সুরঞ্জিত দুর্নীতি করুক আর না করুক তিনি পদত্যাগ করে উদাহরন সৃষ্টি করেছেন। এই উদাহরন যদি পরবর্তীতে কার্যকর থাকে তাহলে বাংলাদেশের গণতন্ত্রের জন্য একটা শুভবার্তা। একজন এপিএসের দুর্নীতির জন্য যদি তাকে পদত্যাগ করতে হয় তাহলে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কয়বার পদত্যাগ করা উচিত? ২১ আগস্টের গ্রেনেড হামলা, সারাদেশে সিরিজ বোমা হামলা, চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র ধরা খাওয়ার পর কি তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কি পদত্যাগ করেছিলেন? খালেদা জিয়া কি তাকে পদত্যাগে বাধ্য করেয়িছিলেন? এফবিআই এর সাক্ষে দুই পুত্র তারেক-কোনো দুর্নীতি প্রমান হওয়ার পর তিনি তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছেন? শুনেছি খালেদা জিয়া এই দুর্নীতির জন্য পুরস্কৃত করে তারেক কে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী বানাবেন। আসলে গত বিএনপির মন্ত্রী ও হাওয়া ভবনের দুর্নীতির কথা বললে দুর্নীতির মহাকাব্য লেখা লাগবে এবং খালেদা জিয়াকে হাজার বার পদত্যাগ করা লাগবে। কিন্তু তিনি কখনও দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার উদাহরন সৃষ্টি করেননি বা ভবিষ্যতেও করবেন না।

কারণ তিনি নিজেই কালো টাকা সাদা করেছেন। যখন একজন প্রধানমন্ত্রী নিজে কালোটাকা সাদা করেন তখন তার মন্ত্রীরা কি করেছেন বা করবেন তা জাতির কাছে স্পষ্ট। খালেদা-সাইফুর ৬৪ লাখ টাকা কর দিয়ে অপ্রদর্শিত আয় বৈধ করেছেন আসলে তিনি দুর্নীতিরবাজদের রক্ষাকর্তা তার দুই পুত্র বিশ্বে দুর্নীতিবাজদের রোল মডেল। ধন্যবাদ শেখ হাসিনা, ধন্যবাদ সুরঞ্জিত সেন গুপ্ত। এগিয়ে যাক বাংলাদেশের গনতন্ত্র।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.