ভালো।
ভূমিমন্ত্রী মোঃ রেজাউল করিম হীরা তার সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ দিয়েছেন ছেলে মোহাম্মদ সালেহীন রেজাকে। এ বিষয়ে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়। এপিএস হিসেবে তিনি বিদ্যমান সরকারি বেতন স্কেলের ৯ম গ্রেডে (মূল বেতন ১১ হাজার টাকা) বেতন-ভাতা পাবেন। প্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, জনপ্রশাসনের ইতিহাসে এ ধরনের এপিএস নিয়োগের ঘটনা এই প্রথম।
এর আগে মন্ত্রিসভার কোন সদস্য নিজের ছেলেকে এপিএস হিসেবে নিয়োগ দিয়েছেন বলে নজির নেই। অবশ্য ভূমি মন্ত্রণালয়ের কোন কোন কর্মকর্তা বলছেন, মন্ত্রী বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। এ কারণে বিশ্বস্ত হিসেবে ছেলের সহায়তা নিতেই পারেন। আইনে কোন বাধা নেই। তবে বিষয়টি অনেকের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে।
জানা গেছে, রেজাউল করিম হীরা ভূমিমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রশাসন ক্যাডারের একজন তরুণ কর্মকর্তাকে এপিএস হিসেবে নিয়োগ দেন। সেসময় তার ছেলে মোহাম্মদ সালেহীন রেজা নিয়মিত পিতার সঙ্গে মন্ত্রণালয়ে অফিস করতেন। পিতার কক্ষে বসে দাফতরিক কাজে সহযোগিতা দিতেন। কিন্তু এক বছরের মাথায় এসি ল্যান্ড নিয়োগ দেয়াকে কেন্দ্র করে তৎকালীন এপিএস ও মন্ত্রীর ছেলে বিতর্কিত হয়ে পড়েন। এসি ল্যান্ড নিয়োগকে কেন্দ্র করে নানারকম গোপন তালিকা তৈরি আর কমিশন বাণিজ্যের বিষয়ে পত্রিকায় একাধিক রিপোর্ট প্রকাশিত হয়।
একপর্যায়ে মন্ত্রী এপিএসকে সরিয়ে দেন। একইসঙ্গে মন্ত্রীপুত্রও অফিসে আসা থেকে বিরত থাকেন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।