ভালো থাকতে চাই..। যা কিছু ভালো সেদিকে সবাইকে আহবান.। কোটি কোটি দেশ জনতা আশা জাগায় কজন, সাকিব, তামিম, মাশরাফিরাই দেশের আসল স্বজন। অনেক বড় নেতা সে আছে অনেক পাওয়ার, এখন তার বদনজরে আমার দেশের প্লেয়ার। আমাদের ছেলেরা যাবে কেন ওই বিশেষ দেশে, সাকিবদের জীবন অনেক দামী আসে নাই ভেসে। আমরা হলাম আমজনতা সঙ্গে আছি তোদের, দেশের তোরা সোনার ছেলে স্বপ্ন দেখাস মোদের। ওই বেটারা কি দিয়েছে? ভেজালভরা দেশ , তোরাই হল এক উছিলা, বলতে পারি 'সাবাশ বাংলাদেশ' ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।