আমাদের কথা খুঁজে নিন

   

প্রভু ভক্তি

ইংল্যান্ডে চলছে মহামন্দা। আরো অনেকের মতো ইয়র্কশায়ারের ক্যারাক্লফ পরিবারেও চলছে দারুণ দুঃসময়। স্রেফ কটা টাকার জন্য রাডলিংয়ের ধনী ডিউকের কাছে বিক্রি করে দেওয়া হয় প্রিয় কুকুর ল্যাসি। সব সময়ের সঙ্গীর অভাবে পুরোপুরি ভেঙে পড়ে কিশোর জো। নতুন পরিবেশ ভালো লাগে না ল্যাসিরও।

কিন্তু ডিউকের সঙ্গে পাড়ি জমাতে বাধ্য হয় সুদূর স্কটল্যান্ডে। মনমরা ককুরটির বেদনা অন্তর দিয়ে অনুভব করতে পারে ডিউকের নাতনি প্রিসিলা। ছোট মেয়েটিই কুকুরটিকে সুযোগ করে দেয় পালানোর। প্রিয় বন্ধু জোর কাছে ফিরে আসতে কুকুরটির শত শত মাইল বিপদ-সংকুল পথ পাড়ি দিয়ে ঘরে ফেরার গল্প নিয়েই বানানো হয় ১৯৪৩ সালের ছবি 'ল্যাসি কাম হোম'। ল্যাসি চরিত্রে অভিনয় করেছে কালো রঙের কুকুর পল।

হলিউডের পশু প্রশিক্ষকের হাতে প্রশিক্ষিত কুকুরটি এই সিরিজের আরো ছয়টি ছবিতে অভিনয় করেছে; ১৯৫৪ সালে কাজ করেছে 'ল্যাসি' নামের টিভি সিরিজেও। ১৯৫৮ সালে মারা যাওয়ার পর ১৯৭৪ সাল পর্যন্ত চরিত্রটিতে অভিনয় করেছে তার বংশধর। হলিউডের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় কুকুর ল্যাসির জীবনী নিয়ে লেখা হয়েছে বই_'দ্য স্টোরি অব ল্যাসি : হিজ ডিসকভারি অ্যান্ড ট্রেইনিং ফ্রম পাপিউড টু স্টারডম'।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।