২৬-০৪-০৯
মাঝে মাঝেই ভর করে থাকে
এ এক বিশুষ্ক বিষণ্ণতা আমার।
দু্র্বোধ্য,চিত্রকল্পহীন জমাট কষ্ট
এপ্রিলের উষ্ণতম দিনগুলোতেও
শুন্যের অনেক নীচে
হিমায়িত হয়ে থাকে,
অস্তিত্বের নির্বোধ ক্রীতদাস
প্রভু সেজে স্বচালিত ঘুরতে থাকে
অনিঃশেষ আন্তরিক বৃত্তে।
কবে কোন বরফ যুগের আগে
হয়তো খাদ্যহীন ধারাবাহিকতার সংকেত
উজ্জ্বল যান্ত্রিকতায় প্রবাহিত হয়
কর্মহীন অথর্ব বিবমিষায়।
নিরুপায় প্রভুর অনুভূতিহীন ক্রীতদাস
স্হির সময়ের সীমানাহীন প্রাণ্তরে
উত্তপ্ত হাওয়ার কম্পমান সর্পিল তালে
করে যায় হাহাকারের নিষ্কাম চাষ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।