আমি বাংলায় গান গাই
কাজের ফাঁকে কভু যদি তোমায় মনে পড়ে
হঠাৎ করে মনে আমার এমন ধাক্কা মারে
কলিজা আমার ছিঁড়তে চায় যে
সেই ধাক্কার চোটে
তবু কেন ভাল কাজটা
করি নাকো মোটে।
প্রভু ক্ষমা কর ক্ষমা কর আমাকে
তৌফিক দাও তৌফিক দাও
যেন ডাকতে পারি তোমাকে ॥
পাখি যেমন হন্যে হয়ে
ঘুরে শূন্যের ভরে
গাছটা যেমন অটল থাকে
তোমার হুকুম তরে
প্রভূ ক্ষমা কর ক্ষমা কর আমাকে
তৌফিক দাও তৌফিক দাও
যেন ডাকতে পারি তোমাকে ॥
তোমার খোঁজে ঘুরতে আমি
দৃঢ় থাকতে ঈমানে
তৌফিক দাও তোমার হুকুম
মানি যেন জান-প্রাণে
প্রভু ক্ষমা কর ক্ষমা কর আমাকে
তৌফিক দাও তৌফিক দাও
যেন ডাকতে পারি তোমাকে ॥
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।