আমাদের কথা খুঁজে নিন

   

হাতছানি

হাতছানি তোমার দুচোখে কি আছে, অহমিকা নাকি প্রেমময়ী আবেদন? তোমার দুঠোঁটে কি আছে, অভিমানের ক্লান্ত ধারা নাকি ডানাকাটা পরীর একাকিত্বের দীর্ঘশ্বাস? তুমি বসে আছো একা, একাকী বিছানায়, যন্ত্রনাকাতর ছটফট, বিষন্নতার জালে জড়ানো। যেন বসে আছো কারও প্রতীক্ষায়, কার? কোন সুন্দর পুরুষকে হাতছানি দাও তুমি? তোমার হাত দুটো ভীষণ অস্থির, একগুচ্ছ সক্রিয় লতাপাতার মত দুরন্ত, যেন আঁকড়ে ধরবে কোনো কিছু, কোনো সৌন্দর্য, দীর্ণ বিদীর্ণ করে দেবে নিমেষেই। তোমার পা দুটো স্নিগ্ধতার কোমল আলোয় ঘেরা। সেই পা দুটোতে কি আছে? দিধান্বিত লজ্জার কোমলতা নাকি ফুঁসে ওঠা অগ্নিশিখার দুরন্ত দুষ্টুমি? অপেক্ষার জানালা ধরে বসে থাকা কখনো দৃষ্টি উড়ে যায় দূরে কোথাও যেখানে সুন্দর আছে, আছে প্রানোচ্ছ্বল আবেগেরা। অনুভূতির কাতরতা ফুটে উঠেছে তোমার ঠোঁটে সময় ছুটে যাচ্ছে, আশারা পালিয়ে যাচ্ছে দূরে।

তুমি অশান্ত, মনের প্রকান্ড বৃক্ষিকাকে আকঁড়ে ধরছে শিঁকড়, গড়ে তুলছে ব্যথার প্রাচীর। কষ্টেরা বাসা বেঁধেছে, ফুলের বাগানে। যেখানে খেলা করে তোমার অনুভূতিরা, উদাসী ভাবনাগুলো ঘুরে বেড়ায়। কখনো বাতাসে জানালার পর্দা সরে যায়, ভেসে উঠো তুমি, আর তোমাকে ঘিরে থাকা সোনালী আলোরা। অনুভূতির তীব্রতা ঘায়েল করছে আমায়, প্রেমিক মনে ক্রমশ জেগে উঠছে গভীর দুর্বলতা।

আমি আর পারছি না, পারছি না বসে থাকতে আঁধারের আশ্রয়ে একাকিত্বের তীরে। এ তো সেই তুমি, যে আমার মনে পাখির মত উড়ে এসেছিলে। অজানা ব্যথার অজস্র কাঁটাবিদ্ধ এ মনে এখনো তুমি, তোমার একাকী বসবাস। আমি দূর থেকে ছুটে আসছি, তুমি যেও না কোথাও। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।