কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। হে রবি তুমি এঁকো নাকো ছবি ঐ পশ্চিম আকাশে তোমার সোনালী রোদে এ যে তোমার বিদায়ের আলপনা আমরা তো তোমায় বিদায় দিতে চাই না চাই না তোমার সাথে সাথে অন্ধকারে ডুবে যেতে চাই তোমার আলোয় আলোকিত করতে সারা দুনিয়া।। হে সূর্য তুমি যেয়ো নাকো অস্ত আমাদের অন্ধকারে ডুবিয়ে। তুমি তো তোমার পিপাসা মিটাও সাগরের জলে কিন্তু আমাদের পিপাসা মিটে কার জলে? আমাদের যে অফুরন্ত আলোর পিপাসা।। হে তপন তুমি হয়ো নাকো স্বপন আমায় করিয়া গোপন নিস্বঙ্গতা আর একাকিত্বের গহ্বরে।।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।