আমাদের কথা খুঁজে নিন

   

চট্টগ্রামের বিল্ডিং পার্কিং এর স্থলে অবৈধভাবে দোকান উচ্ছ্বেদ করা হোক...পার্কিং ব্যাবস্থা নিশ্চিত হোক, যানজট লাঘব হোক..

pore likhbo.. চট্টগ্রামের প্রধান সড়ক সংলগ্ন লালখাঁনবাজার মোড় হইতে ওয়াসা মোড় পর্যন্ত যে সব বিল্ডিং সমূহের পার্কিং এর স্থলে অবৈধভাবে দোকান ভাড়া দেওয়া হয়েছে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে উচ্ছ্বেদ করা হোক।এছাড়া উক্ত প্রধান সড়কের পাশে জমিয়তুল ফালাহ্ মসজিদের পশ্চিম পাশে বিল্ডিংসমূহ নির্মানের ক্ষেত্রে কোন বিল্ডিং কোড মানা হয় নাই। চারিপাশে প্রয়োজন মাফিক জায়গা না ছাড়িয়া বরং দোতলায় চারিপাশে কার্নিশ এর মাধ্যমে ১‌‍‌'-৬‌‌", তিন তলায়২'-০", ৪ তলায় ২'-৬", ৫ তলায় ৩'-০",জায়গা দখল করা হয়েছে। এছাড়া ফুটপাতের উপর সিড়ি নির্মান যাহা জলাবদ্ধতার সৃষ্টি করছে। কোন রকম নিয়ম-কানুন তোয়াক্কা না করে এসব বিল্ডিং নির্মান করা হয়েছে যাহা অলপ ভূমিকম্পেও ঝুঁকিপূর্ন। উল্লেখ্য বিগত তত্ত্বাবধায়ক সরকার এর আমলে চউক ম্যাজিষ্ট্রেট তাহেরা ফৈরদৌস কর্তৃক এসব অবৈধ দোকান ভেঙ্গে পার্কিং ব্যাবস্থা নিশ্চিত করেছিল পরবর্তীতে আবার অবৈধভাবে দোকান নির্মান করা হয় । অতএব, অবিলম্বে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এসব বিল্ডিং সমূহের পাকিং ব্যাবস্থা নিশ্চিত করুন ও ঝুঁকিপূর্ন বিল্ডিং উচ্ছ্বেদ করুন। --সাধারন একজন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.