৪৮ ঘণ্টা অবরোধের দ্বিতীয় দিন সকাল ১০টার দিকে বিএনপি-জামায়াতে ইসলামীর কর্মীরা সকালে কর্নেল হাট ও সিটি গেইট এলাকায় অবস্থান নেয়ার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এরপরই সংঘর্ষ বেঁধে যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।
ওই এলাকায় দুপুরে গিয়ে দেখা যায়, অবরোধকারীরা আশপাশের এলাকায় অবস্থান নিয়ে পুলিশকে লক্ষ্য করে হাতবোমা ও ইট ছুড়ছে। পুলিশ কাঁদানে গ্যাস ও রবার বুলেট ছুড়ছে।
এক পর্যায়ে বিএনপি-জামায়াতকর্মীরা পিছু হটে আশপাশের গলিতে অবস্থান নেয়।
সেখানেও বিকাল পর্যন্ত ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
ওই এলাকা থেকে ১৬ জনকে আটক করা হয়েছে পুলিশ জানায়।
এর আগে সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে একে খান মোড়ে এবং নিমতলা এলাকায়ও পুলিশের সঙ্গে অবরোধকারীদের সংঘর্ষ হয়। এরপর তা আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে।
কর্নেল হাটের বিভিন্ন অলিগলি ছাড়াও একে খান গেইট এলাকার আশপাশে আকবর শাহ, কৈবল্য ধাম সড়ক এলাকায় সংঘর্ষ চলে।
অবরোধকারীরা নির্মাণাধীন বিভিন্ন ভবনের মালপত্র, গাছের গুঁড়ি ও টায়ারে আগুন দেয়।
স্থানীয়রা জানায়, জামায়াত এলাকার বাইরে থেকে বিপুলসংখ্যক কর্মী জড়ো করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।