এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, হ্যা এটা সেই বাংলাদেশ ৭ কোটি মানুষ যেখানে মন প্রানে যুদ্ধ করেছিল নতুন একটি পতাকার জন্যে। নিজের নিজস্বতার জন্যে, এবং ৩০ লক্ষ্য প্রাণ ২ লক্ষ্য কিংবা না জানা তার অধিক সম্ভ্রম, নিজের একেকটি পরিবার হারিয়ে আমরা পেয়েছি এই দেশ, আমাদের দেশ বাংলাদেশ।
এরপর আমাদের পিছে ফিরে তাকাতে হয় নি, আমরা স্বাধীন একটি গনতান্ত্রিক রাস্ট । যদিও একেক সময় রাজনৈতিক রোষানলে পড়ে আমরা মাঝে মাঝে ভুলে যেতাম আমাদের অধিকার কিংবা গনতান্ত্রিকতা কি ?। কিন্তু এই সব কিছুর মাঝেই আমরা এগিয়ে যেতে ভুলিনি, ধীরে ধীরে আমরা আন্তর্জাতিক বিশ্বের পিছিয়ে পড়া দেশ থেকে বেরিয়ে সল্প উন্নত দেশ এ পরিনিত হয়েছি, আর এখন আমরা মধ্যম উন্নত দেশ।
হ্যা আমরা যুগের সাথে তাল মিলাতে শিখে গেছি। আমরা এখন প্রায় ১৭ কোটি জনসংখ্যার একটি দেশ, হ্যা সেই ৭ কোটি মানুষের দেশের জনসংখ্যা এখন ১৭ কোটি। কিন্তু সেই আমরা এই ১৭ কোটি কোন ভাবে পিছিয়ে নেই। আমাদের নতুন বেড়ে উঠা প্রতিটা সন্তান, কিশোর কেউ ই পিছিয়ে নেই। আমাদের দেশের সন্তানেরাই আন্তর্জাতিক বিশ্বে তথ্য প্রযুক্তি তে নাম করছে, হ্যা আমরা এই তথ্য প্রযুক্তির বিশ্বে অন্যান্য উন্নত দেশের মত তাল মিলিয়ে নাম করে যাচ্ছি, আমাদের দেশের প্রায় এখন সবাই ই জানে অনলাইন মানে কি , ইন্টারনেট মানে কি, সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের কাছে আর কেবল মাত্র বিনোদনের মাধ্যম নেই, এর মাধ্যমে আমরা নিজের প্রয়োজনীয়তার কারনে ব্যাবহার শিখেছি, বর্তমানের যুবা সমাজ একেকটি সামাজিক মাধ্যম কে ওইভাবে প্রয়োজনীয়তা মেটাতে সক্ষম করে ফেলেছে।
একসময় তরুণ সমাজ যখন পাগল হয়ে যেত ইন্টারনেট ব্যাবহার করার জন্যে তখন তাদের পরিবার থেকে বাধা দেওয়া হত, তখন মনে করা হত ইন্টারনেট কেবল মাত্র পর্ণগ্রাফি সাইট । তাদের খারাপ ভাবতো। কিন্তু না যুগ পাল্টে গেছে যারা একসময় এই ভ্রান্ত ধারনা নিয়ে থাকত তারাই আজকাল সন্তান কে উপহার দেয় কোন এক ওয়েব সাইট এর অনলাইন শপ থেকে।
আমাদের এখন রক্তের প্রয়োজনে একবার সামাজিক মাধ্যমে একটা স্ট্যাটাস দিলেই যথেষ্ট কিছু নিবেদিত প্রাণ ঝাপিয়ে পড়ে সেই রক্ত যোগাড়ের জন্যে, মাঝে মাঝে আপনি অবাক হবেন বা ভাববেন আপনার নিজের আত্নিয় হলেও হয়ত আপনি এরকম কষ্ট করতেন না। আর এই সবকিছুই সম্ভব হচ্ছে তথ্য প্রযুক্তির কারনে, ইন্টারনেট এর কারনে।
এখন আমাদের দেশে এসেছে 3G। যা উন্নত বিশ্বের দ্রুততম যোগাযোগের সবচেয়ে আধুনিক পন্থার মধ্যে একটা।
একবিংশ শতাব্দীর তড়িৎ গতি ধরে আমরাও এগিয়ে যাচ্ছি তথ্য প্রযুক্তির হাত ধরে।
হ্যা এখন আমরা ঘরে বসেই আমাদের নিত্য প্রয়োজনীয় সকল সামগ্রী পেয়ে যাচ্ছি। হ্যা যা একসময় আমাদের কাছে কেবল রুপকথা মনে হত তা ই এখন আমাদের হাতের মুঠোয়, বিভিন্ন রিটেইলার শপ এর সাইড এখন ইন্টারনেট এ তাদের ফেসবুক পেজ কিংবা ওয়েব সাইটের মাধ্যমে মুহূর্তেই আপনি আপনার প্রয়োজনীয় সামগ্রী পেয়ে যাচ্ছেন আপনার দরজায়।
হ্যা আমরা এখন ইন্টারনেট কে আমাদের প্রয়োজনে ব্যাবহার শিখেছি।
গড়ে উঠছে বিভিন্ন অনলাইন সাইট। বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠান আমাদের দিচ্ছে তাদের অনলাইন শপ এর মাধ্যমে হোম ডেলিভারি সহ সকল সুবিধা। হ্যা সেই একসময় হলিউড মুভি দেখে কল্পনা করতাম আমরা আমাদের দেশে কখন এরকম ফোন করার সাথে সাথে হোম ডেলিভারি তে পেয়ে যাবো আমাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী।
এখন একটা ফোন কলের মাধ্যমে কিংবা একটা ইমেইল এক কথায় একটা ক্লিক এর মাধ্যমেই আপনি পেয়ে যাচ্ছেন আপনার যে কোন মূল্যবান সামগ্রী আপনার দরজাতেই।
দেশের বাইরে আছেন দেশে পরিবার কিংবা প্রিয় কারো বিশেষ দিন কিংবা কোন বিশেষ দিবসে অনলাইন শপ এর মাধুমে সঠিক সময়ে সঠিক মুহূর্তে প্রিয় জনের কাছে আপনি উপহার পৌঁছে দিতে পারছেন।
আজ আপনাদের সাথে বিশেষ করে যারা চট্টগ্রামের বন্ধুরা আছেন তাদের সাথে পরিচয় করিয়ে দিব এরকম ই একটি অনলাইন সাইট ChittagongeShop.com নামে একটি অনলাইন শপ এর সাথে,যারা যাত্রা শুরু করেছিল ২০১২ সালের ডিসেম্বর মাসেই, আমাদের বিজয়ের মাসেই।
যেখানে আপনি যেকোন মুহূর্তে পাচ্ছেন আপনার নিত্য প্রয়োজনীয় যে কোন সামগ্রী, বিভিন্ন নামি দামি ব্র্যান্ড এর পণ্য সকল। এবং তারা তা আপনার কাছে পৌঁছে দিচ্ছে বিনামুল্যে হোম ডেলিভারি সুবিধার মাধ্যমে। যে কোন বিশেষ মুহূর্ত যে কোন বিশেষ দিনের জন্যে ওদের রয়েছে বিভিন্ন উপহার প্যাকেজ, যার মাধ্যমে আপনি খুব সহজেই আপনার ইচ্ছে, সাধ্য সবকিছু মিলিয়ে প্রিয়জন কে খুশি করে দিতে পারছেন, ব্যাপার টা অনেক টা এরকম প্রয়োজনীয়তা আপনার ভাবনা ওদের।
আপনাকে পেমেণ্ট এর নিরাপত্তা নিয়েও ভাবতে হচ্ছে না, আপনি পারছেন অন ডেলিভারি পেমেন্ট কিংবা জিনিস পৌঁছে যাওয়ার পড় অনলাইনের মাধ্যমে পেমেন্ট এর সুবিধা। ওদের ওয়েব সাইটে ঘুরে আসতে পারেন যেকোন সময়, ওদের ওয়েব এর ঠিকানা হল www.chittagongeshop.com আপনি আবার এদের পাচ্ছেন সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এদের পেজ এর নাম ChittagongEshop.com লিঙ্ক হচ্ছে
তো আর দেরি কেন ঘুরে আসুন ওদের দুনিয়া থেকে। খুজে নিন আপনার প্রয়োজনীয় যে কোন সামগ্রী। এই তথ্য প্রযুক্তির যুগে উপভোগ করুন ঘরে বসেই মাত্র এক ক্লিক এর মাধ্যমে সকল সুবিধা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।