খাটি ভালা মানুষ
ভাইগ্য হারাপ শেষ জবানাত আইলাম কিয়ল্যাই।
আরার ভাইগ্য হারাপ শেষ জবানাত আইলাম কিয়ল্যাই
রাতা কুরা ইয়াল দুরায় উন্দুরে দুরার বিলাই (২)।
আগে কয়েল জালাই দিলে মশা নতাইকত
দিনর দুইরগা এই মশারী টাকা নপইরত (২)।
এই জবানার মশা এগুন কয়েলর উঅর বইসত চায় (২), ঐ।
আদ্দাইন্না শার্ট বাইট্টা কামিস মাইয়া পোয়াইন্দর গাত
ফুরুষ পোয়াইন্দর মাতাত দেহির লাম্বা চুল এহাত (২)।
কেয়াল গইল্লে নারী- ফুরুষ চিনিবার ত উফায় নাই (২), ঐ।
দু:খ্য’ র সমত যদি কেয়াই উফকার গরে
এই উফারর লাড়ির গুতা মারে দে ফরে (২)।
হন জবানাত আইলাম আরা বালাইর হন মা- বাফ নাই (২), ঐ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।