বাংলা মোদের সোনার বাংলা/নুরের বাংলা হয়ে যায়/বাংলা ভাষা অজানা মোর/ দিলে কিছু কয়ে যায়। । এ মার্কেটটি চট্টগ্রামের একটি ব্যস্ততম এলাকায়। যে এলাকাটিকে আমি শিক্ষার তীর্থ বলতে পারি, দ্বিতীয়বার না ভেবেই। কেননা চট্টগ্রামের শিক্ষা ব্যবস্তা এ এলাকাটিকে ঘিরে গড়ে উঠেছে।
অনেকগুলি স্কুল আর কলেজের সুবাদে এলাকাটিতে সর্বদা হইচই রইরই ব্যাপার।
এই এলাকার সবচে গুরুত্বপূর্ণ মোড়ে মার্কেটটি অবস্থিত। আমার পর্যবেক্ষন এই মার্কেটটির ৩য় তলাকে ঘিরে।
সেই বিশেষ তলায় অনেকগুলো সাইবার ক্যাফে আছে। এই ক্যাফেগুলো প্রথমবার দেখলেই যে কারো মনে সন্দেহের উদ্রেক হতে বাধ্য।
এই ক্যাফেগুলোর দরজা সবসময় বন্ধ থাকে। ভিতরে অনেকগুলো প্রকোষ্ঠ , যেগুলোর চতুর্পাশ বদ্ধ।
আমি কয়েকদিন আগে আমার এক পরিচিত দোকানে গেলে অই দোকানের মালিকের কথাগুলো শুনে আমার চক্ষু ছানাবড়া হয়ে উঠে।
তিনি আমাকে অবলীলায় বলছিলেন,'ভাই,বড় যন্ত্রনায় আছি। তুমি শুনলে বিশ্বাসও করবে না, কিন্তু কথা হল: তিন তলায় প্রত্যহ তিনশর অধিক মেয়ে ধর্ষিত হচ্ছে'।
এটুক শুনে তাকে থামায়। তার দিকে প্রশ্ন ছুড়ে দেই,'ধর্ষন বলছ কেন? এরা তো স্বইচ্ছায় এসব করছে। '
সে আমার প্রশ্নের জবাব দেয়না কিন্তু মাথা নাড়ায়।
তারপর আরো বলে,'প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে। কিছুর কিচ্ছু হয় নি।
'
আমি হেসে উঠি, এই দেশে প্রশাসন বলে কিচ্ছু আছে নি!
আমি আরো কিছুক্ষণ সেখানে ছিলাম। দেখি, স্রোতের মতন সিড়ি দিয়ে কপোত কপোতীরা নামছে। কারো কারো চেহারা বিধ্বস্ত, কারো চেহারায় অর্গাজমের চাপ তখনো সুস্পষ্ট।
পুনশচ: অইসব সাইবার ক্যাফের পাশেই আছে মসজিদ। হায়রে বাংলাদেশ!! হায়রে আমরা মুসলমান!!! ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।