রোববার সন্ধ্যায় চট্টগ্রাম জেলা প্রশাসক ও ছয় আসনের রিটার্নিং কর্মকর্তা আবদুল মান্নান জেলা প্রশাসন সম্মেলন কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান।
তার হিসাবে, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে সর্বোচ্চ ৭০ শতাংশ, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে ৬০ শতাংশ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ৫২ শতাংশ ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৫০ শতাংশ, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে ৪৫ শতাংশ ও চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ৩৩ শতাংশ ভোট পড়েছে।
ফটিকছড়িতে মোট ভোটারসংখ্যা তিন লাখ ২৬ হাজার ১১৪, সন্দ্বীপে এক লাখ ৭৬ হাজার ৮৭২, পটিয়ায় দুই লাখ ৫০ হাজার ৫, সাতকানিয়ায় তিন লাখ ৩৬ হাজার ১২২ ও বাঁশখালীতে ভোটার সংখ্যা দুই লাখ ৮৫ হাজার ৫৬৭ জন।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।