আমাদের কথা খুঁজে নিন

   

“ট্যাকা টক্জ”

তুমি সাথে আছো, গোটা দুনিয়া আমার হাতে। পকেটে নাই টাকা, কি হয়েছে তাতে। কিন্তু তুমি নারাজ, থাকতে হবে টাকা। KFC তে না খাইলেই, মুখটা তোমার বাঁকা। খাইতা আগে আলু ভাজি, শুকনা রুটি দিয়া।

এখন শুধু ফ্রেন্চ ফ্রাই খাও, সেভেনাপ কোক নিয়া। মুরগীর ওই রান টা যখন, কচমচিয়ে খাও। আমার টাকা গাছের পাতা, পাইছো যেনো ফাও। টিস্যু দিয়া মুখ মুছো আর, হাসি হাসি গাল। আমার টাকা গাপুস গুপুস, অন্তর দেয় ফাল।

কষ্ট করে তাও হাসি দেই, চলো এবার যাই। ওমা বলে ডাইনী বুড়ি, আইস ক্রিম ও তার চাই। তার পরেতে বাইরে এসে, যাওয়ার ভাড়াও আমার। আরো আছে তোমার হাজার, অভিযোগের পাহাড়। সিগারেট টা খাচ্ছ কেনো, এক্ষুনি তা ফেলো।

ওই মেয়ে কে দেখলে কেনো, এক্ষুনি তা বলো। কেনো তুমি ফোন ধরোনি, ফ্লেক্সি দাও নি কেন্? ওয়েটিং এ পাইলে আমায়, হাজারটা পেন পেন। আরো আছে সুযোগ পেলে, এই শাড়ীটা জোস। টাকা গুনে দাওনা কিনে, থাকবেনা আফসস। শাহরুখ খান কে দেখতে হবে, টিকেট তোমার চাই।

নাইলে তোমায় টিকেট দিবে, পাড়ার বড় ভাই। বাধ্য আমি সাধ্য ছাড়াই, তোমায় রাখতে কাছে। কবে যানি পালাইতে হয়, বাপের বাড়ি বেচে......। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.