বয়স - বুদ্ধি অল্প ইউ-টিউবে ঘুরে ঘুরে পুরানো দিনের গান শুনছিলাম। শুনতে শুনতে মন আটকালো লাকি আখন্দের গান গুলোতে। আর এরি মাঝে সময় কিভাবে বয়ে গেলো টের পেলাম নাহ! এত চমৎকার তার গায়কী! প্রতিটা গানই অসম্ভব সুন্দর! গান শুনছিলাম আর ভাবছিলাম কতটা ভালবেসে তারা গান লিখেছেন, গান করেছেন। প্রতিটা শব্দ মনে গেথে যায়।
আমি নিশ্চিত সামু ব্লগের অসংখ্য বন্ধুদের কাছে এই অসাধারণ শিল্পীর বেশীরভাগ বা সব গান সংগ্রহে আছে।
যাই হউক, এই গানটা আজকে মাথায় গেঁথে গেলো। গুনগুন করবো, তাই গানের কথাগুলো ইন্টারনেটে খুজলাম, পেলাম না। তাই নিজেই উদ্ধার করলাম। আশা করি আপনাদেরও ভালো লাগবে।
কাল কি যে দিন ছিল ...
গাচ্ছেন লাকি আখন্দ এবং তার মেয়ে মামিন্তি
কাল কি যে দিন ছিল
দুপুরে নীল আকাশ ছিল
কি যে একা লাগছিলো তুমি ছাড়া
মন কি আঁকছিল বলতে কি চাইছিলো
ভাবতে পারিনা কিছু তুমি ছাড়া ||
এইতো আমি সন্ধ্যায়
সেই স্মৃতিরও জানালায় ||
চাঁদ হয়ে যে চেয়ে থাকি
ভোর যে আসেনা তুমি ছাড়া।
পুরনো সুখ বল ফুড়ালো কি?
আঁচলে ফুল যত শুকালো কি? ||
ভুলতে কি পারো ভুল যা ছিল,
চোখের শ্রাবণ মুছে নিয়ে?
মন তো মার হারায়
সেই স্মৃতির ও জানালায়
আজ চোখ বুজে সারাবেলা
ফাগুন আসেনা তুমি ছাড়া।
কাল কি যে দিন ছিল
দুপুরে নীল আকাশ ছিল
কি যে একা লাগছিলো তুমি ছাড়া
মন কি আঁকছিল বলতে কি চাইছিলো
ভাবতে পারিনা কিছু তুমি ছাড়া ||
মূল গান
_____________________
সুর ও সঙ্গীত ~ লাকি আখন্দ।
কথা ~ গোলাম মোর্শেদ।
শিল্পী ~ সামিনা চৌধুরী
আমি মূল গানটা খুঁজে পেলাম না। যদি কারো কাছে লিঙ্ক থেকে থাকে অবশ্যই শেয়ার করবেন।
ধন্যবাদ
সবাইকে নববর্ষের অগ্রিম শুভেচ্ছা । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।