সহজ সরল সবকিছুই ভালবাসি। জটিলতা পছন্দ করি না।
চিলেকোঠায় এক দুপুরে
একটা কিশোর তার কিশোরীর চোখে
কী দেখেছে, কী দেখেছে...
জানে না তা লোকে, সেই ছবিটা আকাঁ আছে
শঙ্খচিলের চোখে...
তারপর? তারপর সেই অবধারিত শাশ্বত সুন্দর প্রেম। অবশ্য তার আগে বেশ অনেকটা সময় চলে যায় সেই চোখের ভাষা বুঝে নিতে। ততদিনে যে নদী ছিল স্হির- শান্ত, তাতে যেন নতুন করে জোয়ার এলো।
দুটি মন দুটি প্রাণ যদি এক হয়
তারে ভালোবাসা কয়।
তোমাতে আমার ছবি হৃদয়ে
নিরবে চেয়ে থাকা দু'চোখে, কথা বিনিময়
তারে ভালোবাসা কয়।
কলেজ ফাঁকি দিয়ে কখনো পার্ক, কখনো লেকের ধার, কখনো বা সমুদ্রের পাশে একান্ত কিছুটা সময়। নিরবে হাত ধরে বসে থাকা। কথা বিনিময়।
অনর্থক মেসেজ, রাতভর ফোনালাপে চলে মান অভিমান, ভালবাসা। সোনালী স্বপ্নে বুদ্ হয়ে থাকে দুটি মন দুটি প্রাণ।
সেদিনের এক বিকেলে তোমার চোখে জল দেখেছি!
সে কথা আমি কত রাত একা একা ভেবেছি
আর জানি না কেন এত কষ্ট পেয়েছো তুমি...
কখনো কোন এক মন খারাপ করা বিকেলে ছেলেটি দেখতে পায় তার প্রিয়তমার চোখে জল। সে জল বড় ভালো লাগে ছেলেটির। বেদনার রঙে আঁকা হৃদয়ের অনুভব, বাতাসে উড়া নীলাচল ছেলেটিকে কাছে টানে চুম্বকের মতো।
দু'জন দু'জনার এত আপন এত কাছে, তবু কোন এক মন খারাপ করা বিকেলে কেন যে এত অপরিচিত মনে হয়! কেন যে...!
নিরবে চেয়ে চেয়ে দেখেছি,
তোমার চলে যাওয়া আসা
পিছু আর ডাকিনি তোমায়,
যদি থেমে যায় তোমার পথ চলা।
একদিন সেই পরিপূর্ণ বিশ্বাসের দেয়ালেও ভাঙন আসে। অনেক অপবাদ আর তিরস্কার জোটে। অনেক ব্যর্থতা আর অভিমান বুকে নিয়ে ছেলেটি শুধুই নিরব থাকে। অপেক্ষায় থাকে, একদিন প্রিয়তমার ভুল ভাঙবে।
ফিরে আসবে কোন এক অধীর সন্ধ্যায় সেই পুরনো হৃদয়ে। ফিরে আসবেই, জানে ছেলেটি...
কবে তুমি অন্ধ আশায় জ্বেলে প্রদীপ রাতের বেলায়
আমাকে যে ডেকেছিলে শুনেছি তা আমি।
কেন যে এই আমাকে রেখেছ তোমার মনে
জানি না আমি...
সত্যিই কি এত সহজে সবকিছু ভুলে যাওয়া যায়! বাসমতি চাল ধোয়া ভেজা হাতে সন্ধ্যার সাঁজবাতি জ্বালাতেই যে চমকে মনে পড়ে তার মুখ। ভাবে, অনেক কষ্ট দিয়েছি তোমায়। আমি নিজেই কি কম পেয়েছি! কিন্তু কই একটি বারের জন্যও তো খোঁজ নিতে এলে না! আয়নায় অন্যমনে তাকিয়ে থাকা চোখের কাজল ধুয়ে জল নামে মেয়েটির।
সেই উদাসী পথের ধারে যেতে ইচ্ছে করে আবার, সেই ছেলেটির কাছে...
আবার নতুন করে জীবন সাগরতীরে
ঘর বাধঁলাম
দেখবনা ভুল করে কোনদিন
স্মৃতির রঙীন এ্যালবাম।
ডাউনলোড লিংক:
১. সেদিনের এক বিকেলে
২. চিলেকোঠায় এক দুপুরে
৩. দুটি মন দুটি প্রাণ
৪.নিরবে চেয়ে চেয়ে দেখেছি
৫. কবে তুমি অন্ধ আশায়
৬. আবার নতুন করে
গানগুলো জুয়েলের গাওয়া এক বিকেলে এ্যালবামের। ৯০ দশকেরে শুরুর দিকের। তাই দু'একটি গানের মিউজিক হয়ত কানে লাগবে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।