টাঙ্গাইলের সখিপুরে কাজ করতে এসে বুধবার বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, গুলজার হোসেন (৫০) ও তার ছেলে বাকপ্রতিবন্ধি পাগলা (১৮)। তারা কুড়ি গ্রাম থেকে দিনমজুরের কাজ করতে সখিপুর এসেছিল।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাম্মেল হক মামুন জানান, সখিপুর উপজেলার সানবান্ধা গ্রামের লুৎফর রহমানের বাড়িতে গুলজার হোসেন ও তার ছেলে (বাকপ্রতিবন্ধি) পাগলাকে নিয়ে বোরো ধান রোপনের কাজ নেয়। বুধবার সকালে বোরো ধান রোপন করার জন্য ক্ষেতে যায়।
ধান ক্ষেতের উপর দিয়ে নেওয়া বিদ্যুতের একটি তার ছিড়ে পাগলার ওপর পড়ে। এতে পাগলা তারে জড়িয়ে যায়। এঘটনা দেখে পিতা গুলজার হোসেন ছেলেকে বাচাঁনোর চেষ্টা করতে গেলে তিনিও তারে আটকে যায়। তাদের সখিপুর স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মুত্যু ঘোষনা করেন। পুলিশ তাদের মরাদেহ ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।