টাঙ্গাইলে পৃথক দুইটি সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছে। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে ৫ জনের অবস্থা আশংকাজনক। নিহতরা হলেন, জামালপুরের সরিষা বাড়ির আঃ খালেক মিয়ার স্ত্রী আম্বিয়া খাতুন (৬৫) ও মির্জাপুর উপজেলার কুর্নী গ্রামের মোস্তাক মিয়ার ছেলে মোঃ আরিফ (৭)।
টাঙ্গাইল হাইওয়ের পুলিশের সার্জেন্ট আসাদ জানান, টাঙ্গাইল-ঢাকা মহাসড়কের ঘারিন্দা বাইপাসের বাদেকয়া নামক স্থানে টাঙ্গাইল থেকে ঢাকাগামী ঝটিকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সামনের চাকা ফেটে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে।
এ সময় বাসটি দ্রুত গতিতে একটি গাছের সাথে ধাক্কা লেগে দ্বিখন্ডিত হয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক বৃদ্ধ মহিলা নিহত হয়। আহত হয় অন্তত ৩০ জন যাত্রী।
হাইওয়ে এলেঙ্গা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট কামরুজ্জামান রাজ জানান, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার কুর্নি নামক স্থানে সকালে আরিফ স্কুলে যাওয়ার জন্য মহাসড়ক পার হচ্ছিল। এসময় দ্রুতগামী একটি মাইক্রোবাস আরিফকে চাপা দিয়ে চলে যায়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী স্পীড ব্রেকারের দাবীতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে রাখে। এসময় মহাসড়কের দুই পাশে শতশত যানবাহন আটকা পরে। পরে সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে স্পীড ব্রেকারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
।অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।