আমাদের কথা খুঁজে নিন

   

বাসনা বাগান

আমি একজন সাংবাদিক তোমার চৈতন্যে ছিল বাসনা বাগান সযত্নে প্রথিত ছিল বাসনা বাগান সযত্নে প্রথিত ছিল পুষ্পের চারা বুনেছিলে ফলবতী বৃক্ষের বীজ আপনার হাতে গড়া তব দহলিজ পথিকের যেতে যেতে হয়তো একদা সোঁদা সোঁদা গন্ধ সুঁকে পাবে পরিচয় তোমার সাজানো বাগান হবে বিস্ময় হাজার কণ্ঠে প্রশ্ন এ'কার অবদান? এই পথের যাত্রীর বিমুগ্ধ পরান যতই দেখবি তব সাজানো বাগান। চারা নয় থরে থরে ফুল ফুটে আছে বীজ নয় ছেয়ে আছে ফলবতী গাছ বাসনা মহল খুঁজি কোথা সেই ঘর কোথা সেই মানুষ যার শুভ্র অন্তর? নিরলস রচে গেলে মানবতার গান।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।