আমাদের কথা খুঁজে নিন

   

বাসনা



আমি হব শ্রাবনের ঝিরিঝিরি বৃষ্টি তুমি যদি প্রাণের আবেগে ভিজ, যদি তুমি আনমনে জানালারপাশে বসে দুহাত বড়িয়ে বৃষ্টির জলে আমায় খোঁজ। আজই এই শ্রাবণে কদমের ডালে রেণু হয়ে ফুটব কদম ফুলে, যদি তুমি প্রাণের আবেগে গুজে রাখ তোমার কাল চুলে। মেঘ কাল যে চুল আমার ভিতর বাহির আর সমস্ত সত্ত্বাকে মন্ত্রমুগ্ধের মত মোহাচ্ছন্ন করে রাখে সকাল থেকে রাত রাত থেকে গভীর রাত তোমার পতলা ফিনফিনে ঠোট যোগল আমার চোখে গোলাপের পাপড়ির মত এসে ভিড় করে আমি আনমনে সহস্র বার ছুঁয়ে যাই সেই কোমলতা সেই মাধুরতা তোমার মুখশ্রী দেবী মুর্তির মত আমায় কাছে টানে ছোট বেলা থেকে আজ অব্ধি বারবার নতুন রূপে যার রহস্য উন্মোচন করে চলছি আমি প্রতিবারই নতুন প্রেমে অবগাহিয়া খুন হয়েছি আবার জেগেছি আবার খুন হয়েছি। আজ আবার তোমার চোখের চাহনি আর কাজলহীন মেঘ কাল গভীরতার হিমালয় পুরোনো ব্যাথা জাগায়, বাড়ায় ক্ষুধামন্দা আর অস্থিরতা তৃষণার্ত চাতক আরদ্ধ সাধনায় একটু জল চায় যেমন, তেমনই তোমার ছোঁয়া খুঁজে ফিরে মন অনুক্ষন। দেবে কী ছোঁয়া? যে ছোঁয়ায় মেষহীন আকাশ থেকে ঝরে পড়বে অঝোর শ্রাবণ দিগন্ত বিস্তৃত বালুকাময় হৃদয় যে জল নিবে শুষে বল ,দেবে কী?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।