আমাদের কথা খুঁজে নিন

   

বাসনা



বাসনা (শোযেব শাদাব’কে) রক্তহিম আর বাসনারক্তিম স্বপ্ন এক দেখে ফেলি আমি কবে একরাতে আর সেই হতে ঘর ছাড়া আমি আহা ঘর ছাড়া। রক্তে বেজে চলে সেই গান গুনগুনিয়ে আহা গুনগুনিয়ে। সবুজের বনে এক বাঘ গেযে চলে গান হরিণের মনে গুনগুনিয়ে, আহা, গুনগুনিয়ে । এমন বনের রেখা আজো কি জাগে কোন দেশে, জানি না বেঁচে গেছি, রক্ত মাংস জখম, একাকার একদম, ভাগ্যিস বেঁচে গেছি বারবার,কিভাবে যে, গাই এই গান, আজো, গুনগুনিয়ে। অসম্ভব এক গান, আহা, কেন যে জাগিয়েছি আর জাগিয়ে রেখেছি মনে। ২৭-০৪-২০০৭

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।